menu-iconlogo
huatong
huatong
avatar

Srotosshini

Encorehuatong
amit.ronstormhuatong
Testi
Registrazioni
শ্রাবন ধারায় এত চেনা কি খুঁজে পাও

যা আমার মাঝে নেই এক বিন্দু পরিমাণও

আমার সরল রেখার চিন্তা ধারায়

আরারি করে দাগ কাট কেনো

নাকি কাঁদিয়ে আমাকে সেই

চোখের জলে ভেজো

তৃষ্ণার্ত হৃদয়ে শুধুই আমি মরিচিকার মত!

তবে তাই যদি হয় করি নাকো ভয়

জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়

আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ

যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!

পাহাড় চূড়ায় বেয়ে আকাশ তো ছুতে দেখিনি

স্রোতস্বিনীর হাওয়ায় পারি দাও সমুদ্দুর

হুঅঅ হুঅঅ হু হু...

আছড়ে পরে সে ঢেউ আমার বুকে, দুরন্ত বেগে

নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো

তৃষ্ণার্ত হৃদয়ে শুধুই আমি, মরিচিকার মত!

তবে তাই যদি হয় করি নাকো ভয়

জানি আঁধার রাত ঘনিয়ে হবে সূর্যোদয়

আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ

যারে নিরন্তর পাহারা দেয় এক কাটার বাগান!

Altro da Encore

Guarda Tuttologo

Potrebbe piacerti