হুম হুমহুম..হো ওও.. হো ওও..
আমার মনের ঘরে,
একটু একটু করে,
ভালবাসার ঘর বুনেছি
রঙিনস্বপ্ন দিয়ে..
আমার মনের ঘরে
একটু একটু করে
ভালবাসার ঘর বুনেছি
রঙিনস্বপ্ন দিয়ে..
আমার মনের ঘরে হো ওও হুম হুম
যেমন করে পাখি বাধে
নিজের সুখের ঘর
সুতো ছাড়া গুনোই বুনা
ভালবাসার ঘর ।
হো ও যেমন করে পাখি বাধে
নিজের সুখের ঘর
সুতো ছাড়া গুনোই বুনা
ভালবাসার ঘর,
আমার মনের ঘরে
একটু একটু করে,
ভালবাসার ঘর বুনেছি
রঙ্গিলস্বপ্ন দিয়ে।
আমার মনের ঘরে হে ও হো হো....
যেমন করে চাদের বুকে
লুকিয়ে থাকে তারা
দেখতে যেন কেউনা পারে
ঐ না চাদ ছাড়া..
হুম..যেমন করে চাদের বুকে
লুকিয়ে থাকে তারা
দেখতে যেন কেউনা পারে
ঐ না চাদ ছাড়া..
আমার মনের ঘরে
একটু একটু করে
ভালবাসার ঘর বুনেছি
রঙ্গিলস্বপ্ন দিয়ে।।।
আমার মনে ঘরে হে ও হো হো..
যেমন করে ঝিনুক মাঝে
লুকিয়ে থাকে মুক্তো
তেমনি করে আমার হৃদয়
তোমার সাথে যুক্ত
ও..হো যেমন করে ঝিনুক মাঝে
লুকিয়ে থাকে মুক্তো
তেমনি করে আমার হৃদয়
তোমার সাথে যুক্ত
আমার মনের ঘরে
একটু একটু করে
ভালবাসার ঘর বুনেছি
রঙিনস্বপ্ন দিয়ে
আমার মনের ঘরে
একটু একটু করে
ভালবাসার ঘর বুনেছি
রঙ্গিলস্বপ্ন দিয়ে,,
আমার মনের ঘরে হে ও হো..