আমার মনটা করে খুন কোথায় হইলি রে তুই গুম?
কেড়ে নিলি বন্ধু আমার দু′চোখেরই ঘুম
আমার মনটা করে খুন কোথায় হইলি রে তুই গুম?
কেড়ে নিলি বন্ধু আমার দু'চোখেরই ঘুম
স্বপ্নলোকের দেবী হয়ে এসেছিলি কাছে
তোর স্মৃতির মাদল এখন বুকের ভিতর বাজে
দুঃখ এসে প্রতি রাতে গালেতে দেয় চুম
আমার মনটা করে খুন কোথায় হইলি রে তুই গুম?
কেড়ে নিলি বন্ধু আমার দু′চোখেরই ঘুম
আর কোনোদিন ভালোবাসার নাম নেবো না মুখে
যেথায় আছিস ভালো থাকিস, থাকিস রে তুই সুখে
আমার জীবন করলি রে তুই কারবালার আগুন
আমার মনটা করে খুন কোথায় হইলি রে তুই গুম?
কেড়ে নিলি বন্ধু আমার দু'চোখেরই ঘুম
রাত জাগিয়া তারার সাথে করি আমি আলাপন
হার মেনেছে ঘুমের ঔষধ, তুই যে তার কারণ
ফিকে হয়ে গেছে আমার রঙিলা ফাগুন
আমার মনটা করে খুন কোথায় হইলি রে তুই গুম?
কেড়ে নিলি বন্ধু আমার দু'চোখেরই ঘুম
স্বপ্নলোকের দেবী হয়ে এসেছিলি কাছে
তোর স্মৃতির মাদল এখন বুকের ভিতর বাজে
দুঃখ এসে প্রতি রাতে গালেতে দেয় চুম
আমার মনটা করে খুন কোথায় হইলি রে তুই গুম?
কেড়ে নিলি বন্ধু আমার দু′চোখেরই ঘুম