menu-iconlogo
huatong
huatong
avatar

Ekla Ghor

Fossils/Rupam Islamhuatong
splaneraspbehuatong
Testi
Registrazioni
এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায়

এই একলা ঘর আমার দেশ

আমার একলা থাকার অভ্যেস

ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা

বোবা টেলিফোনের পাশে বসে

তবু গভীর রাতের অগভীর সিনেমায়

যদি প্রেম চায় নাটুকে বিদায়

আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার

দেখি চোখ ভিজে যায় কান্নায়

না না কাঁদছি না..

তোমায় ভাবছি না..

মনে পড়ছে না তোমাকেই..

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা অতীতেই

সেই ক্ষতিতেই

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি

খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়

বন্ধুদের ভিড়েও একলা একলা আমি

খুঁজে ফিরি লক্ষ্য আমার

পাল্টাচ্ছে না এই অবস্থাটা

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলেছি আবার

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায়

জানালার কাঁচে তুমি দেখতে পাবে কি

নাকি ঝাপসা তা ঘোর বর্ষায়

না না যাচ্ছি না..

কোথাও যাচ্ছি না..

খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া তোমাকেই..

সেই তোমাকেই...

না না কাঁদছি না

তোমায় ভাবছি না

মনে পড়ছে না তোমাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ফেলে আসা অতীতেই

না না যাচ্ছি না

কোথাও যাচ্ছি না

খুঁজে পাচ্ছি না সে পথটাকেই

তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি কি

সেই ভুলে যাওয়া তোমাকেই

সেই তোমাকেই, তোমাকেই

সেই তোমাকেই..

Altro da Fossils/Rupam Islam

Guarda Tuttologo

Potrebbe piacerti

Ekla Ghor di Fossils/Rupam Islam - Testi e Cover