menu-iconlogo
huatong
huatong
avatar

Shopnogulo Tomar Moto

Fuad ft. Anila/Sumonhuatong
prettykrnhuatong
Testi
Registrazioni
তুমি মানে তোমার চলে যাওয়া

তোমার জন্য সব ভুলে থাকা

জীবন মানে বাঁচার অভিনয়

মৃত্যু মানে তোমায় না পাবার ভয়

কাঁচের দেয়াল ভাঙার মত

তোমায় ভাঙি ইচ্ছে মত

আমার কেন ভালো লাগে না

কোন কিছু তোমার মত

যখন তুমি একা থাকো

আগুন জ্বলে আলোর মতন

নিজের কাছেই লুকিয়ে রাখি

স্বপ্নগুলো তোমার মত

আমার শরীর জুড়ে বৃষ্টি নামে

অভিমানের নদীর তীরে

শুধু তোমায় বলতে ভালবাসি

আমি বারেবার আসবো ফিরে

আমার শরীর জুড়ে বৃষ্টি নামে

অভিমানের নদীর তীরে

শুধু তোমায় বলতে ভালবাসি

আমি বারেবার আসবো ফিরে

আমার শরীর জুড়ে বৃষ্টি নামে

অভিমানের নদীর তীরে

শুধু তোমায় বলতে ভালবাসি

আমি বারেবার আসবো ফিরে

Altro da Fuad ft. Anila/Sumon

Guarda Tuttologo

Potrebbe piacerti