Welcome TAREQUL music presents
প্রিয়ার ছলোনাতে হায়রে
বুকে কষ্টের ঢেউ
ছিলাম নারে আপন তাহার
ছিলো অন্য কেউ।
প্রিয়ার মিথ্যা ভালোবাসায়
বুকে কষ্টের ঢেউ
ছিলাম নারে আপন তাহার
ছিলো অন্য কেউ।
ছিলাম নারে আপন প্রিয়ার
ছিলো অন্য কেউ।
TAREQUL music Channel
আশায় আশায় রাইখা প্রিয়া
দিলোরে ধোঁকা
প্রিয়ার নিখুঁত অভিনয়ে
হইলাম রে বোকা
ওরে প্রতি রাইতে, আঁধার বাইয়া
কান্না ঝর্ণা ঝরে
আইজ নেশার নৌকার মাঝি কইরা,
হারায় গেল সে।
আশায় আশায় রাইখা প্রিয়া
দিলোরে ধোঁকা
প্রিয়ার নিখুঁত অভিনয়ে
হইলাম রে বোকা।
ওরে.. প্রিয়ার ছলোনাতে হায়রে
বুকে কষ্টের ঢেউ
ছিলাম নারে আপন তাহার
ছিলো অন্য কেউ।
ছিলাম নারে আপন প্রিয়ার
ছিলো অন্য কেউ।
Singer_tarekul Follow me
নেশার নৌকা বাইরে আমি
নেশার নৌকা বাই
রোজ রাইতেই নেশার নৌকায়
পাল্লা দিতে যাই
ওরে কাটে না রে ,কাটে না রে
কাটে না তার ঘোর
আজই পাড়ার লোকে বলে, হায়রে
আমি নেশা খোর।
নেশার নৌকা বাইরে আমি
নেশার নৌকা বাই
রোজ রাইতেই নেশার নৌকায়
পাল্লা দিতে যাই
প্রিয়ার ছলোনাতে হায়রে
বুকে কষ্টের ঢেউ
ছিলাম নারে আপন তাহার
ছিলো অন্য কেউ।
ছিলাম নারে আপন তাহার
ছিলো অন্য কেউ।
ছিলাম নারে আপন প্রিয়ার
ছিলো অন্য কেউ।