menu-iconlogo
huatong
huatong
habib-wahidajaharul-islam-abar-jodi-ami-remix-cover-image

Abar Jodi Ami (Remix)

Habib Wahid/Ajaharul Islamhuatong
✯𝙰𝚓𝚊𝚑𝚊𝚛𝚞𝚕✯𝙸𝚜𝚕𝚊𝚖☆huatong
Testi
Registrazioni
আবার যদি আমি ফিরে পেতাম

ঘুমানো আকাশ জড়ানো বাতাস

Music

আবার যদি আমি ফিরে পেতাম

ঘুমানো আকাশ জড়ানো বাতাস

আবার যদি আমি ফিরে পেতাম

ঘুমানো আকাশ জড়ানো বাতাস

মিষ্টি চোখের দৃষ্টি উদাস

দু'হাতে তারে আমি বুকেতে নিতাম

মিষ্টি চোখের দৃষ্টি উদাস

দু'হাতে তারে আমি বুকেতে নিতাম

জানিনা কি ভুলে স্বপ্ন হারায়

জীবনের গল্প মিছে হয়ে যায়

Music

জানিনা কি ভুলে স্বপ্ন হারায়

জীবনের গল্প মিছে হয়ে যায়

কাছে পেলে তারে

ভালো করে জেনে নিতাম

আবার যদি আমি ফিরে পেতাম

ঘুমানো আকাশ জড়ানো বাতাস

মিষ্টি চোখের দৃষ্টি উদাস

দু'হাতে তারে আমি বুকেতে নিতাম

মিষ্টি চোখের দৃষ্টি উদাস

দু'হাতে তারে আমি বুকেতে নিতাম

আসবে কি কোনোদিন হারানো সেদিন?

হবে কি আগের মতো জীবন রঙিন?

আসবে কি কোনোদিন হারানো সেদিন?

হবে কি আগের মতো জীবন রঙিন?

ঝরবে কি বরষা?

যেমন করে ভিজে যেতাম

আবার যদি আমি ফিরে পেতাম

ঘুমানো আকাশ জড়ানো বাতাস

মিষ্টি চোখের দৃষ্টি উদাস

দু'হাতে তারে আমি বুকেতে নিতাম

মিষ্টি চোখের দৃষ্টি উদাস

দু'হাতে তারে আমি বুকেতে নিতাম

মিষ্টি চোখের দৃষ্টি উদাস

দু'হাতে তারে আমি বুকেতে নিতাম

ধন্যবাদ।

Altro da Habib Wahid/Ajaharul Islam

Guarda Tuttologo

Potrebbe piacerti