আবার যদি আমি ফিরে পেতাম
ঘুমানো আকাশ জড়ানো বাতাস
Music
আবার যদি আমি ফিরে পেতাম
ঘুমানো আকাশ জড়ানো বাতাস
আবার যদি আমি ফিরে পেতাম
ঘুমানো আকাশ জড়ানো বাতাস
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দু'হাতে তারে আমি বুকেতে নিতাম
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দু'হাতে তারে আমি বুকেতে নিতাম
জানিনা কি ভুলে স্বপ্ন হারায়
জীবনের গল্প মিছে হয়ে যায়
Music
জানিনা কি ভুলে স্বপ্ন হারায়
জীবনের গল্প মিছে হয়ে যায়
কাছে পেলে তারে
ভালো করে জেনে নিতাম
আবার যদি আমি ফিরে পেতাম
ঘুমানো আকাশ জড়ানো বাতাস
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দু'হাতে তারে আমি বুকেতে নিতাম
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দু'হাতে তারে আমি বুকেতে নিতাম
আসবে কি কোনোদিন হারানো সেদিন?
হবে কি আগের মতো জীবন রঙিন?
আসবে কি কোনোদিন হারানো সেদিন?
হবে কি আগের মতো জীবন রঙিন?
ঝরবে কি বরষা?
যেমন করে ভিজে যেতাম
আবার যদি আমি ফিরে পেতাম
ঘুমানো আকাশ জড়ানো বাতাস
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দু'হাতে তারে আমি বুকেতে নিতাম
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দু'হাতে তারে আমি বুকেতে নিতাম
মিষ্টি চোখের দৃষ্টি উদাস
দু'হাতে তারে আমি বুকেতে নিতাম
ধন্যবাদ।