menu-iconlogo
huatong
huatong
avatar

nare nare nare o mon pirit koris na

hossainhuatong
MdJibon_star_star610huatong
Testi
Registrazioni
Fairaz

Upload

Get VIP

Login

Download Smule App

SR

নারে নারে নারে ও মন পিরিত করিস না

Published by

___FAIRAZ_____

Share

Sing

Lyrics

Recordings

____FAIRAZ____

ওরে মনে মনের কথা...

কেনো বলিস না

মনে যদি না সয় ব্যথা..

ভালোবাসিস না........

নারে নারে নারে ও মন পিরিত করিস না

নারে নারে নারে ও মন পিরিত করিস না

নারে নারে নারে ও মন পিরিত করিস না

নারে নারে নারে ও মন পিরিত করিস না

হিয়া জ্বলে হিয়া জ্বলে

নেভেনা যে আখি জ্বলে

ওরে মন প্রেমের ব্যথায় বুকের খাতায়

চোখের পাতায় বৃষ্টি নামিস না

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

____FAIRAZ____

এইযে প্রেমযে সুখের নামে

শুধু দুংখ দিতে যানে

তবু শুখের সেদিন ভুলবো কি করে

কি করে কি করে

তার স্বপ্ন নিয়ে চোখে

আজ উঠেরে জ্বর বুকে

আমি দুরে সরে থাকবো কি করে

কি করে

হিয়া জ্বলে হিয়া জ্বলে

নেভেনা যে আখি জ্বলে

ওরে মন পথের ধুলায় স্বৃতির মেলায়

যাবার বেলায় পিছু ডাকিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

____FAIRAZ____

এই প্রেমযে অবুঝ পাখি

যদি বুকের খাচায় রাখি

ওই দুরের আকাশ তাকে ডাকেরে

ডাকেরে ডাকেরে

যানি সময় জোয়ার ভাটা

থাকে গোলাপ ফুলেও কাটা

তবু মনযে তারি ছবি আকেরে

আকেরে

হিয়া জ্বলে হিয়া জ্বলে

নেভেনা যে আখি জ্বলে

ওরে মন আশায় আশায় ব্যথার ভাষায়

ভালোবাসায় দুংখ লিখিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

নারে নারে নারো ও মন পিরিত করিসনা

নারে নারে নারে ও মন পিরিত করিসনা

****ধন্যবাদ সবাইকে****

Altro da hossain

Guarda Tuttologo

Potrebbe piacerti