menu-iconlogo
logo

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

logo
avatar
Hridoy Khanlogo
priscilla_knight2007logo
Canta nell'App
Testi
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেমনে রাখবি তোর মন

কেমনে রাখবি তোর মন

আমার আপন ঘরে বাধিরে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার

বাদী কাল ননদী

পাড়া পড়শী বাদী আমার

বাদী কাল ননদী

মরম জ্বালা সইতে নারি

মরম জ্বালা সইতে নারি

দিবা নিশি কাঁদিরে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কারে কী বলিব আমি

নিজেই অপরাধী

কারে কী বলিব আমি

নিজেই অপরাধী

কেঁদে কেঁদে চোখের জলে

কেঁদে কেঁদে চোখের জলে

বহাইলাম নদী রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি

পাগল আব্দুল করিম বলে

হলো এ কী ব্যাধি

পাগল আব্দুল করিম বলে

হলো এ কী ব্যাধি

তুমি বিনে এ ভুবনে

তুমি বিনে এ ভুবনে

কে আছে ঔষধি রে বন্ধু

ছেড়ে যাইবা যদি

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু

ছেড়ে যাইবা যদি