menu-iconlogo
huatong
huatong
brahim--cover-image

ডেকে লও রাসুলুল্লাহ কাঁধে আসিা তোমার

İbrahimhuatong
100049269061huatong
Testi
Registrazioni
ডেকে লও রাসুলুল্লাহ তুমি.. কাঁদে আসিক তোমার

ডেকে নাও রোওযা তোমার,

রাসুলুল্লাহ কি উপায় হবে আমার,

রাসুলুল্লাহ... কি উপায় হবে আমার।

ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি,

ওই মদিনার পথের ধুলি, মাখতাম আমি পেলে সুরমা বলি,,

ফিরে পেতো এনয়নে নুরেরি আধার..

ডেকে নাও রোওযা তোমার

রাসুলুল্লাহ কি উপায় হবে আমার,

রাসূলুল্লাহ কি উপায় হবে..আমার

মরণের চিঠি যখন আসবে আমার,

কালিমার তালকিন দিও বারে বার

মরণের চিঠি যখন আসবে আমার,

কালিমার তালকিন দিও বারে বার..

প্রাণ ভরে দেখিবো চেহারা তোমার..

ডেকে নাও রোওযা তোমার।

রাসুলুল্লাহ কি উপায় হবে আমার,

রাসুল উল্লাহ কি উপায় হবে.. আমার।

তোমার দেশে যায় কত আসেককান,

এঅধম পড়ে আছি বাংলায়ওতান,

তোমার দেশে যায় কত আসেককান,

এঅধম পড়ে আছি বাংলায়ওতান।

যেতে পারলাম না আমি দেশেতে তোমার..

ডেকে নাও রোওযা তোমার।

সমাপ্ত।

Altro da İbrahim

Guarda Tuttologo

Potrebbe piacerti