menu-iconlogo
huatong
huatong
brahim-kono-ekdin-amay-tumi-cover-image

kono ekdin amay tumi

İbrahimhuatong
☞𓅓🔰RAFI_KD𓅓⚔⃟🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
Testi
Registrazioni
কোন একদিন

আমায় তুমি... খুঁজবে...

সেই দিন ওগো প্রিয়ে...

আমার ভালোবাসা বুজবে

ও...আমার ভালোবাসা বুজবে

কোন একদিন

আমায় তুমি খুঁজবে...

সেইদিন ওগো প্রিয়ে...

আমার ভালোবাসা বুজবে

ও...আমার ভালোবাসা বুজবে

কোন একদিন......

এখন তোমার আর

আমাকে নেই কোন প্রয়োজন

চারদিকে ঘিরে আছে

তোমার কত শত প্রিয়জন....

এখন তোমার আর

আমাকে নেই কোন প্রয়োজন

চারদিকে ঘিরে আছে

তোমার কত শত প্রিয়জন...

ফেলে আসা দিন যবে

কাঁটা হয়ে প্রাণে বিঁধবে

ও...আমার ভালোবাসা বুজবে

কোন একদিন

আমায় তুমি খুঁজবে....

সেইদিন ওগো প্রিয়ে..

আমার ভালোবাসা বুজবে

ও...আমার ভালোবাসা বুজবে

কোন একদিন......

তোমার প্রিয়জন

থাকবে না যখন পাশে...

যৌবন যদি গো

চলে যায় কোনদিন

সে কি আর ফিরে আসে

তোমার প্রিয়জন

থাকবে না যখন পাশে....

যৌবন যদি গো

চলে যায় কোনদিন

সে কি আর ফিরে আসে

মরনের পরপারে

যদি গো কখনো দেখা হয়..

সেদিনও দেখিবে তুমি

আছো জুড়ে মোর এ হৃদয়....

মরনের পরপারে

যদি গো কখনো দেখা হয়..

সেদিনও দেখিবে তুমি

আছো জুড়ে মোর এ হৃদয়...

আঁখি জল তবু চোখে....

ঝরঝর অবিরাম ঝরবে

ও...আমার ভালোবাসা বুজবে

কোন একদিন

আমায় তুমি খুঁজবে....

সেইদিন ওগো প্রিয়ে....

আমার ভালোবাসা বুজবে

আমার ভালোবাসা বুজবে

আমার ভালোবাসা বুজবে

আমার ভালোবাসা বুজবে

যবানিকা

Altro da İbrahim

Guarda Tuttologo

Potrebbe piacerti