menu-iconlogo
huatong
huatong
avatar

Prothom Premer

Iggy Azaleahuatong
🌟♻️BDPAVEL🌟♻️❤️MON❤️huatong
Testi
Registrazioni
[F]= লা লা লা....লা লা লা

লা লা লা লা লা লা

শিরোনাম : প্রথম প্রেমের পরশ দিলে তুমি

শিল্পী : মনির খান ও কনক চাঁপা

ছবি : তুমি বড় ভাগ্যবতী

প্রথম অংশ : মেয়ে

দ্বিতীয় অংশ : ছেলে

[M]= প্রথম প্রেমের পরশ দিলে তুমি

মনটা আমার কেড়ে নিলে তুমি

তুমি থাকবে কী আর,

চিরোদিন-ই আমার

তুমি থাকবে কী আর,

চিরোদিন-ই আমার

জীবনে মরনে তোমারই আমি।

[F]= প্রেম ফাগুনে জ্বলে মরে আমি

মন বুঝেনা কী যে করি আমি

তুমি থাকবে কী আর

চিরোদিন-ই আমার

তুমি থাকবে কী আর

চিরোদিন-ই আমার

জীবনে মরনে তোমার-ই আমি।

[M]= প্রথম প্রেমের পরশ দিলে তুমি।

[F]= কতো কথা বলবো বলে

তোমার কাছেই আসি

এই কথাটি হয়না বলা

তোমায় ভালোবাসি।

[M]= কতো কথা বলবো বলে

তোমার কাছেই আসি

এই কথাটি হয়না বলা

তোমায় ভালোবাসি।

[F]= তুমি বুকের কাঁপন,

দু'টি চোখের স্বপন

তুমি বুকের কাপঁন,

দু'টি চোখের স্বপন

প্রানের চেয়ে এ তুমি ,

আর ও যে দামী।

[M]= প্রথম প্রেমের পরশ দিলে তুমি

মনটা আমার কেড়ে নিলে তুমি

[F]= তুমি থাকবে কী আর

চিরদিনই আমার

তুমি থাকবে কী আর

চিরদিনই আমার

জীবনে মরণে তোমারই আমি।

[M]= প্রথম প্রেমের পরশ দিলে তুমি

[F]= প্রানের পাখি হয়ে তুমি,

থাকো বুকের নীড়ে

কভুও যেন হারিয়ে না যাও

লাখো লোকের ভীড়ে।

[M]= প্রানের পাখি হয়ে তুমি

থাকো বুকের নীড়ে

কভুও যেন হারিয়ে না যাও

লাখো লোকের ভীড়ে।

[F]= তুমি চোখের কাজল,

আমার শাড়ীর আচঁল

তুমি চোখের কাজল,

আমার শাড়ীর আচঁল

প্রানের চেয়ে এ তুমি

আরও যে দামী।

[M]= প্রথম প্রেমের পরশ দিলে তুমি

মনটা আমার কেড়ে নিলে তুমি

তুমি থাকবে কী আর,

চিরোদিন-ই আমার

তুমি থাকবে কী আর,

চিরোদিন-ই আমার

জীবনে মরনে তোমারই আমি।

[F]= প্রেম ফাগুনে জ্বলে মরে আমি

মন বুঝেনা কী যে করি আমি

তুমি থাকবে কী আর

চিরোদিন-ই আমার

তুমি থাকবে কী আর

চিরোদিন-ই আমার

জীবনে মরনে তোমার-ই আমি।

[M]= প্রথম প্রেমের পরশ দিলে তুমি।

Altro da Iggy Azalea

Guarda Tuttologo

Potrebbe piacerti