menu-iconlogo
huatong
huatong
avatar

Pakhider Smriti

Ikkshita Mukherjeehuatong
shnetz31huatong
Testi
Registrazioni
পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি

ফণীমনসাও জানে

বাগানের স্মৃতি নজরুল গীতি

বালিকার কানে কানে

পাখিদের স্মৃতি কিছু রীতিনীতি

ফণীমনসাও জানে

বাগানের স্মৃতি নজরুল গীতি

বালিকার কানে কানে

বিকেলের স্মৃতি গোপন পিরিতি

গোপনেই রাখা থাকে

মানুষের স্মৃতি বহু বিস্মৃতি

শ্মশান বন্ধু টানে

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা

তুমি কি গো সেই মানিনী

অসাড় আষাঢ়ে অকুল পাথারে

স্মৃতিরও বিলাসে ভাসিনি

ঘন মেঘে ঢাকা

কাঁটার মুকুটে ঈশ্বর প্রীতি

নদীর দুকূলে নৌকোর স্মৃতি

অ্যালবাম জুড়ে অচেনা মুখেরা

তারাও তো ছিল কারুর স্মৃতিতে

অসীম বন্ধুপ্রীতি

ক্ষিদের স্মৃতিতে খুদের গন্ধ

প্রাচীন অর্থনীতি

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা

তুমি কি গো সেই মানিনী

অসাড় আষাঢ়ে অকুল পাথারে

স্মৃতিরও বিলাসে ভাসিনি

ঘন মেঘে ঢাকা

বৃষ্টির স্মৃতি যুদ্ধ বিরতি

ভিজে ওঠে অবরোধে

রাস্তার স্মৃতি সারমেয় ভীতি

জেগে থাকে অপরাধে

বৃষ্টির স্মৃতি যুদ্ধ বিরতি

ভিজে ওঠে অবরোধে

রাস্তার স্মৃতি সারমেয় ভীতি

জেগে থাকে অপরাধে

তোমার যাওয়ার পথ ভরেছে

স্মৃতিদের হাহা রবে

বহু রাত একা জেগেছে প্রকৃতি

চোরের উপদ্রবে

ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা

তুমি কি গো সেই মানিনী

ভিড়ে মিশে থাকা, স্মৃতিদের পাখা

পরাজিত এক বাহিনী

ঘন মেঘে ঢাকা

Altro da Ikkshita Mukherjee

Guarda Tuttologo

Potrebbe piacerti