menu-iconlogo
huatong
huatong
imrankona-tui-ki-amar-hobi-re-cover-image

Tui Ki Amar Hobi Re

Imran/Konahuatong
💤♛SHƛƘIL♛💦huatong
Testi
Registrazioni
দিনের গভীরে,

বুকের মাঝে মন যেখানে

রাখবো তোকে সেখানে,

তুই কি আমার হবি রে?

?~রাতের সব তারা আছে

দিনের গভীরে,

বুকের মাঝে মন যেখানে

রাখবো তোকে সেখানে,

তুই কি আমার হবি রে?

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে

তোর হৃদয়ে, গেছি হারিয়ে

তুই জীবন-মরন সবই রে..

তুই কি আমার হবি রে?

?~আমার পথটা চলে যায়, তোরই দিকে

চোখের কলম, শত কবিতা লিখে,

এই হৃদয়ের ভালোবাসা দিয়ে

সেই কবিতা শুধু তোকে নিয়ে।

চোখ ভোরে তুই, দেখ পড়ে তুই

প্রেম কবিতায় তোকে ছুঁই

তুই চিনে নে সে কবি রে ..

?~তুই কি আমার হবি রে ?

রাতের সব তারা আছে

দিনের গভীরে,

বুকের মাঝে মন যেখানে

রাখবো তোকে সেখানে,

তুই কি আমার হবি রে?

?~হৃদয় ক্যানভাসে মন রং মেখে মেখে

তোরই মুখ ছবি যাই নীরবে এঁকে,

সব ভালোলাগা মনে ছুঁয়েছে এসে

সুখ ছোঁয়াতে আমি গিয়েছি ভেসে।

মন বাড়িয়ে, আছি দাঁড়িয়ে

তোর হৃদয়ে, গেছি হারিয়ে,

তুই দেখে নে সে ছবি রে..

?~তুই কি আমার হবি রে ?

?~রাতের সব তারা আছে

দিনের গভীরে,

?~বুকের মাঝে মন যেখানে

রাখবো তোকে সেখানে,

?+?~তুই কি আমার হবি রে?

?~ও ওও ওহো ওহো না না না না•••

হে হে হে হে না না না না•••

Altro da Imran/Kona

Guarda Tuttologo

Potrebbe piacerti