menu-iconlogo
huatong
huatong
imran-khan-ditiyo-jibon-cover-image

Ditiyo Jibon

Imran Khanhuatong
༄❥⃝𖤓𝑻𝑼𝑯𝑰𝑵❥⃝🌼🇸🅕🅕🇧🇩huatong
Testi
Registrazioni
M=তোমার মনে জায়গা পেলে

অন্য কোথাও কে আর যায়,

F=তোমার ভালো বাসাই পারে

নিঃশ্বাস হয়ে বাঁচাতে আমায়।

M=যদি দ্বিতীয় জীবন পাই

আমি সেই জীবনে প্রাণে মনে,

এই তোমাকেই চাই,

F=এই তোমাকে চাই।।

M=তোমার মনে জায়গা পেলে

অন্য কোথাও কে আর যায়,

F=তোমার ভালো বাসাই পারে

নিঃশ্বাস হয়ে বাঁচাতে আমায়।

M=যদি দ্বিতীয় জীবন পাই

আমি সেই জীবনে প্রাণে মনে,

এই তোমাকেই চাই,

F=এই তোমাকে চাই।।

F=পৃথিবীর পরে কি আছে পৃথিবী

আমার কানে সে কথা জানা

M=থাকে যদি সেখানেও তোমার সাথে

চাই লিখি হৃদয়ের ঠিকানা।

কাছে আসা তোমার জন্য

ভালোবাসা তোমার জন্য,

তুমিতো আমার স্বপ্ন জগতে

আমাকে ভাসালাম তোমারই স্রোতে।

F=চিরদিনের সঙ্গী তুমি

মিশে গেছি তোমার ছায়ায়,

তোমার ভালো বাসাই পারে

নিশ্বাস হয়ে বাঁচাতে আমায়।

M=যদি দ্বিতীয় জীবন পাই

আমি সেই জীবনে প্রাণে মনে,

এই তোমাকেই চাই,

এই তোমাকে চাই।।

M=তুমি নীল হয়ে মনেরই আকাশে

অনন্তকাল থাকো জড়িয়ে,

F=অনুভবে প্রতিদিন, প্রতিটি রাত

সুখ হয়ে থাকোনা ছড়িয়ে।

M=প্রেম দিলে একবিন্দু

দেবো হৃদয়ে মহাসিন্ধু,

তোমারই প্রেমে অন্ধ করেছো

ফিরে যাবার পথ বন্ধ করেছো।

চিরকালের সঙ্গী তুমি

ডুবে গেছি তোমার ছায়ায়,

F=তোমার ভালো বাসাই পারে

নিশ্বাস হয়ে বাঁচাতে আমায়

যদি দ্বিতীয় জীবন পাই

আমি সেই জীবনে প্রাণে মনে,

এই তোমাকে চাই,

এই তোমাকে চাই।।

যদি দ্বিতীয় জীবন পাই

আমি সেই জীবনে প্রাণে মনে,

এই তোমাকে চাই,

এই তোমাকে চাই।।

Altro da Imran Khan

Guarda Tuttologo

Potrebbe piacerti