মেয়েঃ] তার চোখে, মায়া নদী।
আমায় ডুবতে, দেয় যদি।
থাকবো মরণোবোধি, এভাবেই।
ছেলেঃ] তার মিষ্টি, গায়ে মেখে।
আমি দেবো, বুকে রেখে--।
আগলে রাখবো তাকে, স্বভাবে।
মেয়েঃ] অনুভবে মিশে রবে।
সে শুধু আমার- হবে।
মনের চোখে দেখবো তাকে।
বারে বার--।
ছেলেঃ] লুকোচুরি গল্প ও--।
প্রেম অল্প স্বল্প ও- তার।
মিথ্যে নয় কোনো পাগলামি আমার--।
মেয়েঃ] লুকোচুরি গল্প ও--।
প্রেম অল্প স্বল্প ও- তার।
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।
ছেলেঃ] রাত গড়িয়ে ভোর।
জানে এই, শহর জানে।
মেয়েঃ] আমার চাওয়া কি সে,
বোঝেনা তো বসে।
আড়ালে থাকার মানে।
ছেলেঃ] অনুভবে মিশে রবে।
সে শুধু আমার হবে।
মনের চোখে দেখবো তাকে।
বারে বার--।
মেয়েঃ] লুকোচুরি গল্প ও--।
প্রেম অল্প স্বল্প ও- তার।
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।
ছেলেঃ] লুকোচুরি গল্প ও--।
প্রেম অল্প স্বল্প ও- তার।
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।
মেয়েঃ] গল্পে অন্য মোড়।
স্বপ্নে তারই ঘোর।
ঘুম আসেনা তাই, ভয়ে।
ছেলেঃ] তাকে দেখছি যতো ও-- ।
কাছে টানছি তত৷
সে আছে কল্পনা হয়ে।
মেয়েঃ] অনুভবে মিশে রবে।
সে শুধু আমার হবে।
মনের চোখে দেখবো তাকে।
বারে বার--।
ছেলেঃ] লুকোচুরি গল্প ও--।
প্রেম অল্প স্বল্প ও- তার।
মিথ্যে নয় কোনো পাগলামি আমার--।
মেয়েঃ] লুকোচুরি গল্প ও--।
প্রেম অল্প স্বল্প ও-- তার।
মিথ্যে নয় কোনো পাগলামি আমার।