menu-iconlogo
huatong
huatong
avatar

Konya Re

Ishan Mitrahuatong
rexkarshuatong
Testi
Registrazioni
M কন্যা রে, কন্যা রে,

তোর রূপের মধু মন ভোলায়

আঁকে বাঁকে রোদ ডাকে

তোর গালে রাঙা রং মাখায়।

M হুম..কন্যা রে, কন্যা রে,

তোর রূপের মধু মন ভোলায়

আঁকে বাঁকে রোদ ডাকে

তোর গালে রাঙা রং মাখায়।

মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায়,

চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়।

উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,

দক্ষিণে উতলা বাতাস।

উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,

দক্ষিণে উতলা বাতাস।

F তোর আশায় পথ চেয়ে একতারাটা গাইছে গান,

তোর পথে রোজ ফোঁটে ফুলেদেরই অভিমান।

তোর আশায় পথ চেয়ে একতারাটা গাইছে গান,

তোর পথে রোজ ফোঁটে ফুলেদেরই অভিমান।

M মিছে বায়না করে আয়না তোর চোখেরই ভাষায়,

চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়।

উড়ে যা ডানা মেলে আজ রে কন্যা,

দক্ষিণে উতলা বাতাস।

উড়ে যা ডানা মেলে আজ রে কন্যা,

দক্ষিণে উতলা বাতাস।

F তোর কাঁধে ঢেউ দিলে মরা গাঙে ওঠে বান,

তোর চুলে মন ভুলে বাতাস ও গেয়েছে গান।

তোর কাঁধে ঢেউ দিলে মরা গাঙে ওঠে বান,

তোর চুলে মন ভুলে বাতাস ও গেয়েছে গান।

M মিছে বায়না করে আয় না তোর চোখেরই ভাষায়,

চাঁদ লাজে এসে কাছে তোর কাজলে লুকায়।

উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,

দক্ষিণে উতলা বাতাস।

উড়ে যাই ডানা মেলে আজ রে কন্যা,

দক্ষিণে উতলা বাতাস।

Altro da Ishan Mitra

Guarda Tuttologo

Potrebbe piacerti