menu-iconlogo
huatong
huatong
ishan-mitra-shondhye-namar-aagey-cover-image

Shondhye Namar Aagey

Ishan Mitrahuatong
shube2huatong
Testi
Registrazioni
তুমি যাও......

পরিচিত কোন ডাকে

বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে

তুমি যাও......

পরিচিত কোন ডাকে

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে

...

দিবসও রজনী তোমাতে সজনী

বাড়ি ঘর মাখামাখি

ব্যাকুল বাসরে যে আলো দুঃখ

সে আলোতে আমি থাকি

তুমি যাও......

যে শুধু তোমারই থাকে

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে

...

আকাশে ঘনালে মেঘ

বাকি পথ হেঁটে এসে

শেষ হয়েও পড়ে থাকি অবশেষে

আকাশে ঘনালে মেঘ

বাকি পথ হেঁটে এসে

শেষ হয়েও পড়ে থাকি অবশেষে

নিভিয়ে দিয়েছি ফুরিয়ে গিয়েছে

ডুবিয়েছি কত বেলা

প্রেমিক নাবিক জানেনা সাগর

একা রাখা অবহেলা

তুমি যাও.....

বলেছে ওগো আমাকে

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে

তুমি যাও.....

যে শুধু তোমারই থাকে

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে

....

Altro da Ishan Mitra

Guarda Tuttologo

Potrebbe piacerti