menu-iconlogo
huatong
huatong
james--cover-image

লিখতে পারিনা কোন গান

Jameshuatong
physicsiscool2003huatong
Testi
Registrazioni
লিখতে পারিনা কোন গান

james

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া

কিযে যন্ত্রনা এই পথচলা

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে

এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে

হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে

এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া

আকাশে চাঁদ ছিল একা

পাহাড়ি ঝর্ণা ঝরা

তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি

আকাশে চাঁদ ছিল একা

পাহাড়ি ঝর্ণা ঝরা

তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি

সে ব্যথা বোঝার আগে

হারিয়ে তোমাকে

তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে

কিযে বেদনা তুমি বোঝনা

তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া..

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া..

কিযে যন্ত্রনা এই পথচলা

কিযে যন্ত্রনা এই পথচলা

বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জাননা

লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া

ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া...

Altro da James

Guarda Tuttologo

Potrebbe piacerti