menu-iconlogo
huatong
huatong
james-kobita-cover-image

Kobita

Jameshuatong
natindianhuatong
Testi
Registrazioni
কবিতা…

তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না

কবিতা…

এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন

পদ্ম পাতার জল।

কবিতা…

তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না

কবিতা…

এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

বেদনাসিক্ত অশান্ত এই মন

খুঁজে ফেরে মেটায় প্রয়োজন

যতদূর জানে এ ব্যাকুল হৃদয়

নীল বিষের পেয়ালা মনের বাঁধন

বেদনাসিক্ত অশান্ত এই মন

খুঁজে ফেরে মেটায় প্রয়োজন

যতদূর জানে এ ব্যাকুল হৃদয়

নীল বিষের পেয়ালা মনের বাঁধন

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন

পদ্ম পাতার জল।

পদ্ম পাতার জল।

কবিতা…

তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না

কবিতা…

এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

নয়ন গভীরে আঙ্গিনা

নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা

কোথায় হারালে বল পাব তোমায়

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা

নয়ন গভীরে আঙ্গিনা

নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা

কোথায় হারালে বল পাব তোমায়

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন

পদ্ম পাতার জল।

পদ্ম পাতার জল।

কবিতা…

তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না

কবিতা…

এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন

পদ্ম পাতার জল।

Altro da James

Guarda Tuttologo

Potrebbe piacerti