গানঃ প্রেমেরও বাজারে সওদাগর
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঃ স্বামী স্ত্রী
কথাঃ মাসুদ করিম
সুর ও সঙ্গীতঃ
আলাউদ্দিন আলী
পরিচালকঃ সুভাষ দত্ত
চয়েস &আপলোড
Jannat Ahmmed
==================
F=প্রেমেরও বাজারে
সওদাগর আইলো
রুপেরও নেশায় মাতাল হইলো
যদি সে দিত মনেরই দাম
মালা হইয়া তার গলায় রইতাম
M=প্রেমেরও বাজারে
সওদাগর আইলো
রুপেরও নেশায় মাতাল হইলো
যদি সে দিত মনেরই দাম
মালা হইয়া তার গলায় রইতাম
==================
এমন কালজয়ী কিছু গানের
কালেকশন পেতে অবশ্যই
আমার আইডি ঘুরে আসবেন
নিশ্চয়ই পছন্দের গান পাবেন
চয়েস &আপলোড
Jannat Ahmmed
==================
F=বাহারমারি অঙ্গেতে রুপ
ওঠে ঝিলিক দিয়া
পানের রসে রঙ্গিলা ঠোট
নিয়াছি যে রাঙাইয়া
M=বন্ধু আমার আইলে কাছে
মনের আগুন আমি নিভাইতাম
যদি সে দিত মনেরই দাম
মালা হইয়া তার গলায় রইতাম
F=প্রেমেরও বাজারে
সওদাগর আইলো
রুপেরও নেশায় মাতাল হইলো
যদি সে দিত মনেরই দাম
মালা হইয়া তার গলায় রইতাম
==================
যদি মিউজিক ভালো লাগে
তবে পাশে থাকবেন,সাপোর্ট
করবেন,আপনাদের ভালো লাগা
আমাকে উৎসাহিত করে
চয়েস &আপলোড
Jannat Ahmmed
==================
M=হেইলা নাচি দুইলা নাচি
ঝুমুর ঝুমুর তালে
আনচান আনচান করে পরান
এইনা বয়স কালে
F=বন্ধু আমার মন বুঝিলে
মনের কথা তারে শুনাইতাম
যদি সে দিত মনেরই দাম
মালা হইয়া তার গলায় রইতাম
M=প্রেমেরও বাজারে
সওদাগর আইলো
রুপেরও নেশায় মাতাল হইলো
যদি সে দিত মনেরই দাম
মালা হইয়া তার গলায় রইতাম
F=প্রেমেরও বাজারে
সওদাগর আইলো
রুপেরও নেশায় মাতাল হইলো
যদি সে দিত মনেরই দাম
মালা হইয়া তার গলায় রইতাম
========ধন্যবাদ=======