গান➡️ আমার তুমি আছো
গিয়াকা➡️ মিনা মুখার্জি
উপস্থাপক➡️ জয়দীপ মেট্যা
আমার তুমি আছো
আছো আমার মনে তেই
সকল কাজে সকল খেলা তে
আমার তুমি আছো
চাইনাতো আর আমি কিছুই
পেয়েছি......সবই তোমার মাঝে তেই
আমার তুমি আছো
💝MUSIC💝
যে পথে যাই সেই পথে পাই
সাথী হয়ে তোমাকে পাই
যে পথে যাই সেই পথে পাই
সাথী হয়ে তোমাকে পাই
চলতে চলতে ক্লান্তি আমার
মুছি তোমার ছায়াতে
সকল কাজে সকল খেলা তে
আমার তুমি আছো
💝MUSIC💝
জানি না কেউ কেযে আমায়
ভোরে দিলো ভালোবাসায়
জানি না কেউ কেযে আমায়
ভোরে দিলো ভালোবাসায়
খুঁজতে খুঁজতে পেলাম তাকে
আমার এমন কাছে তে
সকল কাজে সকল খেলা তে
আমার তুমি আছো
আছো আমার মনে তেই
সকল কাজে সকল খেলা তে
আমার তুমি আছো