তোকে নিয়ে বেচে আছি আমি
দুনিয়া টা বলে যায় পাগলামী
চিনতে পারলি না আমায়
চিনতে পারলি না
তোকে নিয়ে বেচে আছি আমি
দুনিয়া টা বলে যায় পাগলামী
চিনতে পারলি না আমায়
চিনতে পারলি না
তোর দোলার ইচ্ছে হলে
আমি দোলনা হয়ে যাই
তোর খেলার ইচ্ছে হলে
আমি খেলনা হয়ে যাই
তুই চিনতে পারলি না
তুই চিনতে পারলি না
তুই চিনতে পারলি না...
তুই চিনতে পারলি না
বানিয়েছি এই বুকে
কুরিয়ে জমানো সুখে
তাজমহলের মতো
ভালোবাসা একে একে
সেই কুড়ে ঘর তোকে
মরে গেছি দেখে দেখে
চিনতে পারলি না
ও ও ও বানিয়েছি এই বুকে
কুরিয়ে জমানো সুখে
তাজমহলের মতো
ভালোবাসা একে একে
সেই কুড়ে ঘর তোকে
মরে গেছি দেখে দেখে
চিনতে পারলি না ……
ডুবে ডুবে ভেসে আছি আমি
দুনিয়া টা বলে যায় পাগলামী
চিনতে পারলি না
তুই চিনতে পারলি না
SV SURJO
তোর সাথে তোর কাছে
আমারো চাওয়া আছে
তোরি কথা ভেবে ভেবে
দিন রাত মরে বাচে
সেই ছবি দেখার মতো
না পড়া চিঠির মতো
চিনতে পারলি না
তোর সাথে তোর কাছে
আমারো চাওয়া আছে
তোরি কথা ভেবে ভেবে
দিন রাত মরে বাচে
সেই ছবি দেখার মতো
না পড়া চিঠির মতো
চিনতে পারলি না
তোকে নিয়ে বেচে আছি আমি
দুনিয়া টা বলে যায় পাগলামী
চিনতে পারলি না আমায়
চিনতে পারলি না
তোর দোলার ইচ্ছে হলে
আমি দোলনা হয়ে যাই
তোর খেলার ইচ্ছে হলে
আমি খেলনা হয়ে যাই
তুই চিনতে পারলি না
তুই চিনতে পারলি না
তুই চিনতে পারলি না
তুই চিনতে পারলি না