Sᴏɴɢ: Kᴀʟᴏ Sʜᴀʀɪ
Sɪɴɢᴇʀ: Jɪsʜᴀɴ Kʜᴀɴ Sᴜᴠᴏ
Kᴀʀᴀᴏᴋᴇ:
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল,
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল।
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু'চোখ ভরে দেখব
করবো না আর ভুল
কালো শাড়ির সাথে
কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
হাত রেখে হাতে,দুজনে একসাথে
পাশাপাশি চলা হয়না...!
তোর কাঁধেতে, মাথাটা রেখে
তারাগুলো গোনা হয়না...!
জানিনা সে কার?
নয় সে আমার!
একি তবে ভুলের মাশুল..
কোন মনখারাপের রাতে
দেখা হয় যদি তার সাথে
আমি দু'চোখ ভরে দেখব
তা করবো না আর ভুল!
কালো শাড়ির সাথে কালো চুড়ি হাতে
খোঁপায় যেন থাকে বনফুল
.