menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Nei

Joy Shahriarhuatong
peachesncream917huatong
Testi
Registrazioni
সত্যি যেদিন আমি থাকব না

চেনাজানা পথ ধরে হাঁটব না

সত্যি যেদিন আমি থাকব না

চেনাজানা পথ ধরে হাঁটব না

প্রিয় নামে তোমায় আর ডাকব না

ভালো করে খুব ভালো আর বাসব না

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

রক্তগোলাপ তবু ফুটব জানি

মেঘে, নীলে, রোদে হবে কানাকানি

রক্তগোলাপ তবু ফুটব জানি

মেঘে, নীলে, রোদে হবে কানাকানি

প্রিয় নাম ধরে তোমায় ডাকব না

ভালো করে খুব ভালো আর বাসব না

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

এত কিছু কখনো আর জানব না

স্মৃতি মুছে ফেল যদি আসব না

এত কিছু কখনো আর জানব না

স্মৃতি মুছে ফেল যদি আসব না

প্রিয় নামে তোমাকে আর ডাকব না

ভালো করে খুব ভালো আর বাসব না

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

সত্যি যেদিন আমি থাকব না

চেনাজানা পথ ধরে হাঁটব না

সত্যি যেদিন আমি থাকব না

চেনাজানা পথ ধরে হাঁটব না

প্রিয় নামে তোমায় আর ডাকব না

লালা-লালা, লা-লালালা, লালা-না

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

আমি নেই, আমি নেই, এমন একটা শহর

পেলে পুষে তুমি রেখ তোমার বুকের ভেতর

Altro da Joy Shahriar

Guarda Tuttologo

Potrebbe piacerti