menu-iconlogo
huatong
huatong
avatar

Jhiri Jhiri

June Banerjeehuatong
rsnow71huatong
Testi
Registrazioni
ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে

লা, লা লা লা, লা লা

লা, লা লা লা, লা লা

ঝিরি ঝিরি, স্বপ্ন ঝরে

দুটি চোখের, সিমানায়

চুপি চুপি, কানে কানে,

কেউ আমাকে, ডেকে যায়

মন হারানোর এ সময়,

পাখা মেলে.. না জানি যাবো কোথায়

তেরে রারা রুরু, মন উড়ু উড়ু

প্রেম হলো শুরু, মনে হয়,

তেরে রারা রুরু, মন উড়ু উড়ু

প্রেম হলো শুরু মনে হয়।

Interlude

একলা ঘরে, মনে পড়ে,

পথে পথম দেখার ছবি যে

ভয় জড়ানো সিহরনে,

লেখে প্রেমের চিঠি যে।

হাত বাড়ানোর এ সময়,

পাখা মেলে না জানি যাবো কোথায়

তেরে রারা রুরু, মন উড়ু উড়ু

প্রেম হলো শুরু, মনে হয়,

তেরে রারা রুরু, মন উড়ু উড়ু

প্রেম হলো শুরু, মনে হয়।

Musical Break

একলা রাতে ভেসে আসে,

মনের হাজার আসা কলপনা

একটু ছোঁয়ার নীল ইশারায়

জাগে যে সুখ অল্প না

একলা রাতে ভেসে আসে,

মনের হাজার আসা কলপনা

একটু ছোঁয়ার নীল ইশারায়

জাগে যে সুখ অল্প না

ঘুম হারানোর এ সময়

পাখা মেলে না জানি যাবো কোথায়

তেরে রারা রুরু, মন উড়ু উড়ু

প্রেম হলো শুরু, মনে হয়,

তেরে রারা রুরু, মন উড়ু উড়ু

প্রেম হলো শুরু, মনে হয়।

ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে,

দুটি চোখের সিমানায়

চুপি চুপি কানে কানে,

কেউ আমাকে ডেকে যায়

মন হারানোর এ সময়,

পাখা মেলে.. না জানি যাবো কোথায়

তেরে রারা রুরু, মন উড়ু উড়ু

প্রেম হলো শুরু মনে হয়,

তেরে রারা রুরু, মন উড়ু উড়ু

প্রেম হলো শুরু মনে হয়।

ধন্যবাদ

Altro da June Banerjee

Guarda Tuttologo

Potrebbe piacerti

Jhiri Jhiri di June Banerjee - Testi e Cover