menu-iconlogo
huatong
huatong
avatar

Raatri Jaga(Stoic Bliss)

Just Remohuatong
Remox00x00x00x00x00x00x00x00_star594huatong
Testi
Registrazioni
শিরোনামঃ রাত্রি জাগা

পুর্নিমারই রাত্রি জাগা

চাঁদেরই সেই মিষ্টি আভা

ভুলো মনে চায় সে আজো তোমায়

ভোরেরই মৃদু হাওয়ায়……সে তোমায়

ভোরেরই বাতাসে তুমি,

নীলিমায় সুর্যোদয়ে তুমি

দূরেরই সে গোধূলি বেলায়

পেতে চায় যে মন তোমায়

তুমি আমি একই এ পথে

ধূপছায়া রাতে হেঁটে যাই একই সাথে

সেই চোখেরই তারারই মাঝে

নীল জোছনায় চেয়ে থাকি তোমাতে

রাতেরই যত তারার মাঝে হারিয়ে যায়

দুজনে কোনো সে স্বপ্নলোকে

ভুলো মনে চায় সে আজো তোমায়

ভোরেরই মৃদু হাওয়ায়

কবিতায় লিখেছি তোমায়

মনেরই গভীরে গেঁথেছি তোমায়

আলো ভেবে দিল প্রভাত, বুকে রেখে হাত

ক্লান্ত প্রহরে রব একি সাথ

ভালোবাসার এই মায়া জালে

জড়িয়ে নাও তুমি আমাকে

পুর্নিমারই রাত্রি জাগা

চাঁদেরই সেই মিষ্টি আভা

ভুলো মনে চায় সে আজো তোমায়

ভোরেরই মৃদু হাওয়ায়……সে তোমায়

ভোরেরই বাতাসে তুমি,

নীলিমায় সুর্যোদয়ে তুমি

দূরেরই সে গোধূলি বেলায়

পেতে চায় যে মন তোমায়

Altro da Just Remo

Guarda Tuttologo

Potrebbe piacerti