menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Moner Jochona | আমার মনের জোছনা

Juthi/Juthi/Juthihuatong
MRITTUNJOY PAUL『ツ』huatong
Testi
Registrazioni
? Song: Amar Moner Jochona

? Singer: Juthi & Sathi

? Lyrics & Tune: Samz Vai

? Music: Ankur Mahamud

তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শুকতারা

তাই রাত জাগিয়ে মনের সুখে দেই যে পাহারা,

তুমি আমার কাছে শিশির ভেজা সোনালী সকাল

তোমায় একনজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল।

তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজ্যের ধন

শত বাধা ডিঙ্গায় পাইছি তোমায় মনের মতো মন,

আমার মনের জোছনা আমি কাউকে দেবোনা

তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা,

যতই করো বাহানা তোমায় যেতে দিবো না

আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।

----- Tune MRITTUNJOY PAUL『ツ』SID-13372591463-------

তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালোলাগে খুব

বড়ো ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব,

আমার মন যে মানে না, আর দূরে থেকো না,

আমার মন যে মানে না, আর দূরে থেকো না

আমার পরান'পাখি তুমি বিনে থাকে আনমনা।

আমার মনের জোছনা আমি কাউকে দেবো না

তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানোনা,

যতই কর বাহানা তোমায় যেতে দিবো না

আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।

----- Tune MRITTUNJOY PAUL『ツ』SID-13372591463-------

তোমায় এক পলক দেখলে এ মন রয় না আমার ঘরে

সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায় কি জানি কি করে,

আমি কিছুই জানি না, তুমি কেন আসো না,

আমি কিছুই জানি না, তুমি কেন আসো না,

তুমি আমার কাছে আঁধার ঘরের আলোরই বন্যা।

আমার মনের জোছনা আমি কাউকে দেবো না

তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না,

যতই কর বাহানা তোমায় যেতে দিবো না

আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।

আমার মনের জোছনা আমি কাউকে দেবো না

তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না,

যতই কর বাহানা তোমায় যেতে দিবো না

আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।

For Track Request:

MRITTUNJOY PAUL『ツ』

SID-13372591463

Altro da Juthi/Juthi/Juthi

Guarda Tuttologo

Potrebbe piacerti