ছেলেঃ হে...হে হে হে হে 
হে.. হে হে হে..... 
ছেলেঃ একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে 
একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে 
ভালোবেসে মন, একটা জীবন 
চাই শুধু বেঁচে থাকতে..... 
মেয়েঃ একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে 
একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে 
ভালোবেসে মন, একটা জীবন 
চাই শুধু বেঁচে থাকতে..... 
মেয়েঃ মনেরই পৃথিবীটা লিখে দিলাম 
তোমাকে আমি প্রথম দেখে 
ছেলেঃ তোমাকে কেড়ে নিতে পারবেনা কেউ 
আমার এ ছোট্ট জীবন থেকে 
মেয়েঃ ও...চোখের আড়ালে, তুমি হারালে 
পারবো না একা থাকতে.... 
ছেলেঃ একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে 
মেয়েঃ একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে 
ছেলেঃ তোমারি চোখে আমি দুচোখ রেখে 
পেয়েছি খুঁজে বাঁচার আসা 
মেয়েঃ তোমারি হাতে হাতে রেখে আমি 
সাজাবো স্বপ্ন সুখের বাসা 
ছেলেঃ হে...বুকেরি ভিতর, সারা জীবন ভর 
তোমাকে চাই রাখতে.... 
মেয়েঃ একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে 
ছেলেঃ একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে 
মেয়েঃ ভালোবেসে মন, একটা জীবন 
চাই শুধু বেঁচে থাকতে... 
ছেলেঃ একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে 
মেয়েঃ একটা সেকেন্ড লাগেনারে ভালোবাসতে 
একটা মিনিট লাগেনারে কাছে আসতে