menu-iconlogo
huatong
huatong
avatar

Asi bole gelo bondhu আসি বলে গেলো বন্দু

Kayahuatong
missa72nyhuatong
Testi
Registrazioni
আসি বলে গেল বন্ধু আইলো না গো

আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না গো

আসি বলে গেল বন্ধু আইলো না

যাইবার কালে সোনা বন্ধ

নয়ন তুলে চাইলো না

যাইবার কালে সোনা বন্ধ

নয়ন তুলে চাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না গো

আসি বলে গেল বন্ধু আইলো না

আসবে বলে আসায় রইলাম

আশাতে নিরাশা হইলাম

আসবে বলে আসায় রইলাম

আশাতে নিরাশা হইলাম

বাটাতে পান সাজাই থুইলাম

বন্ধু এসে খাইলো না

বাটাতে পান সাজাই থুইলাম

বন্ধু এসে খাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না গো

আসি বলে গেল বন্ধু আইলো না

সুজন বন্ধুরে ছাইড়া

মনে বড় ব্যথা পাইয়া

সুজন বন্ধুরে ছাইড়া

মনে বড় ব্যথা পাইয়া

আমি শুধু তার গান গাইলাম

সে আমার গান গাইলো না

আমি শুধু তার গান গাইলাম

সে আমার গান গাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না গো

আসি বলে গেল বন্ধু আইলো না

.......

এই আশাতে যাবো মরে

আব্দুল করিম চিন্তা করে

এই আশাতে যাবো মরে

আসে যদি মরণের পরে

আমারে তো পাইলো না

আসে যদি মরণের পরে

আমারে তো পাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না গো

আসি বলে গেল বন্ধু আইলো না

যাইবার কালে সোনা বন্ধ

নয়ন তুলে চাইলো না

যাইবার কালে সোনা বন্ধ

নয়ন তুলে চাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না গো

আসি বলে গেল বন্ধু আইলো না

Altro da Kaya

Guarda Tuttologo

Potrebbe piacerti