menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-towhideri-murshid-amar-cover-image

Towhideri Murshid Amar

Kazi Nazrul Islamhuatong
sandrabramhamhuatong
Testi
Registrazioni
তাওহীদের এ মুর্শিদ আমার,

মোহাম্মদ এর নাম, মুর্শিদ,

মোহাম্মদ এর নাম

তাওহীদের এ মুর্শিদ আমার,

মোহাম্মদ এর নাম, মুর্শিদ,

মোহাম্মদ এর নাম

ওই নাম জপলেই বুজতে পারি

খোদার এ কালাম মুর্শিদ,

মোহাম্মদ এর নাম

তাওহীদের এ মুর্শিদ আমার,

মোহাম্মদ এর নাম, মুর্শিদ,

মোহাম্মদ এর নাম

ওই নাম এর রি রশি ধরে,

যাই আল্লাহ এর পথে,

ওই নাম এর রি ভেলায় চড়ে

ভাসি নূর এর স্রোতে,

ওই নাম এর বাতি জেলে দেখি,

আরশের মোকাম,

মুর্শিদ, মোহাম্মদ এর নাম,

তাওহীদের এ মুর্শিদ আমার,

মোহাম্মদ এর নাম, মুর্শিদ,

মোহাম্মদ এর নাম

ওই নাম এর দামান ধরে আছি,

আমার কিসের ভয়,

আমার কিসের ভয়,

ওই নাম এর গুনেই পাবো আমি খোদার পরিচয়,

পাবো খোদার পরিচয়,

তার কদম মোদারক যে আমার,

বেহেস্তী আঞ্জাম,

মুর্শিদ... মোহাম্মদ এর নাম,

তাওহীদের এ মুর্শিদ আমার,

মোহাম্মদ এর নাম, মুর্শিদ,

মোহাম্মদ এর নাম

ওই নাম জপলেই বুজতে পারি

খোদার এ কালাম মুর্শিদ,

মোহাম্মদ এর নাম,

তাওহীদের এ মুর্শিদ আমার,

মোহাম্মদ এর নাম, মুর্শিদ,

মোহাম্মদ এর নাম

মুর্শিদ,মোহাম্মদ এর নাম

Altro da Kazi Nazrul Islam

Guarda Tuttologo

Potrebbe piacerti