menu-iconlogo
huatong
huatong
avatar

Kono karonei kono karonei.. কোন কারনেই..

Khalidhuatong
patriciole3huatong
Testi
Registrazioni
কোন কারনেই, কোন কারনেই,

ফেরানো গেলোনা তাকেই,

ফেরানো গেলোনা কিছুতেই !

কোন বাধনেই, কোন বাধনেই,

বাঁধাতো গেলোনা তাকেই,

বাঁধাতো গেলোনা কিছুতেই !

সে যে হৃদয় পথের রোদে,

এক রাশ মেঘ ছড়িয়ে..

হারিয়ে গেল নিমিষেই !

কোন কারণেই, কোন কারণেই,

ফেরানো গেল না তাকেই,

ফেরানো গেল না কিছুতেই !

কি কারণ যায় নি সে বলে,

কি ভুল আমি করেছি ভুলে..

অজস্রবার আমি, ক্ষমা চেয়েছি নিজে জ্বলে...

কি কারণ যায়নি সে বলে...

সে যে হৃদয় পথের রোদে,

একরাশ মেঘ ছড়িয়ে..,

হারিয়ে গেল নিমিষেই...!

কোন কারনেই, কোন কারনেই,

ফেরানো গেলোনা তাকেই,

ফেরানো গেলোনা কিছুতেই..!

নিঃসীম আঁধারে পথ চলা,

নিজের সাথেই কথা বলা,

বিষন্নতা, বন্ধু যখন চেতনাতে..,

নিঃসীম আঁধারে পথ চলা..

সে যে হৃদয় পথের রোদে,

একরাশ মেঘ ছড়িয়ে..,

হারিয়ে গেল নিমিষেই...!

কোন কারনেই, কোন কারনেই,

ফেরানো গেলোনা তাকেই..,

ফেরানো গেলোনা কিছুতেই...!

কোন বাঁধনেই,কোন বাঁধনেই,

বাঁধাতো গেলোনা তাকেই,

বাঁধা. গেলোনা.. কিছুতেই...!

Altro da Khalid

Guarda Tuttologo

Potrebbe piacerti

Kono karonei kono karonei.. কোন কারনেই.. di Khalid - Testi e Cover