menu-iconlogo
huatong
huatong
avatar

O Amar Bondhu Go

Khan Asifur Rahman Agunhuatong
skifmhuatong
Testi
Registrazioni
গানঃ বন্ধু চিরসাথী থেকো

শিল্পীঃ খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিন

সিনেমাঃ প্রাণের প্রিয়তমা

ছেলেঃ হো হো...হো হো হো হো..

মেয়েঃ লা লা...লা লা লা লা..

থেকো চিরদিনই তুমি কাছা কাছি

মেয়েঃ ওগো প্রিয় সাথী

আমি চিরদিনই তোমারইতো আছি

পাশে পাশে থাকবো,

শুধু ভালোবাসবো

ছেলেঃ আরো ভালোবাসবো,

শুধু ভালোবাসবো

মেয়েঃ বন্ধু চিরসাথী

থেকো চিরদিনই তুমি কাছা কাছি

ছেলেঃ ওগো প্রিয় সাথী

আমি চিরদিনই তোমারইতো আছি

পাশে পাশে থাকবো,

শুধু ভালোবাসবো

মেয়েঃ আরো ভালোবাসবো,

শুধু ভালোবাসবো

শুধু ভালোবাসবো

শুধু ভালোবাসবো

মেয়েঃ চোখে শুধু চোখ রেখে কথা বলোনা

ছেলেঃ ক্ষতি কি কাছে এলে বাধা দিও না

মেয়েঃ এই চোখে শুধু চোখ রেখে কথা বলোনা

ছেলেঃ ক্ষতি কি কাছে এলে বাধা দিও না

মেয়েঃ কাছে এলে লাগে ভয়

কি জানি কি ভুল হয়

এমনও দিনে ভরা ফাগুনে--

ছেলেঃ বন্ধু চিরসাথী

থেকো চিরদিনই তুমি কাছা কাছি

মেয়েঃ ওগো প্রিয় সাথী

আমি চিরদিনই তোমারইতো আছি

পাশে পাশে থাকবো,

শুধু ভালোবাসবো

ছেলেঃ আরো ভালোবাসবো

শুধু ভালোবাসবো

শুধু ভালোবাসবো

শুধু ভালোবাসবো

ছেলেঃ দোষ নাকি বয়সের দূরে থাকা দায়

মেয়েঃ মনতো মানেনা বলো কি যে করি হায়

ছেলেঃ হা দোষ নাকি বয়সের দূরে থাকা দায়

মেয়েঃ মনতো মানেনা বলো কি যে করি হায়

ছেলেঃ তুমি আছো বলে তাই

স্বপ্নেও সুখ পাই

এমনও দিনে ভরা ফাগুনে---

মেয়েঃ বন্ধু চিরসাথী

থেকো চিরদিনই তুমি কাছা কাছি

ছেলেঃ ওগো প্রিয় সাথী

আমি চিরদিনই তোমারইতো আছি

পাশে পাশে থাকবো,

শুধু ভালোবাসবো

মেয়েঃ আরো ভালোবাসবো,

শুধু ভালোবাসো

ছেলেঃ বন্ধু চিরসাথী

থেকো চিরদিনই তুমি কাছা কাছি

মেয়েঃ ওগো প্রিয় সাথী

আমি চিরদিনই তোমারইতো আছি

পাশে পাশে থাকবো,

শুধু ভালোবাসবো

ছেলেঃ আরো ভালোবাসবো,

শুধু ভালোবাসবো

মেয়েঃ লা লা লালা লা লা,

লা লা লালা লা

লা লা লালা লা লা,

লা লা লালা লা

ধন্যবাদ

Altro da Khan Asifur Rahman Agun

Guarda Tuttologo

Potrebbe piacerti