ও মা পতিত পাবনী গঙ্গে
পতিত পাবনী গঙ্গে
শান্তিদায়িনী গঙ্গে
ও মা পন্যবাহিনী গঙ্গে
ও মা পতিত পাবনী গঙ্গে
পাষাণের কন্যা নওতো পাষাণ
মাগো ও মাগো
পাষাণের কন্যা নওতো পাষাণ
সুজলা ধরণী মাগো তোমারই তো দান
কখনো ভাঙো কখনো গড়ো
কখনো দুকুল প্লাবিত করো
তুমি শেখাও মা জীবন চলে
জোয়ার ভাটার সঙ্গে এ
ও মা পতিত পাবনী গঙ্গে
পতিত পাবনী গঙ্গে
শান্তিদায়িনী গঙ্গে
ও মা পন্যবাহিনী গঙ্গে
কখনো আবাহন কখনো বিসর্জন
মাগো ও মাগো
কখনো আবাহন কখনো বিসর্জন
কখনো যে ভালোবাসা ভরা এ জীবন
কখনো এ মন শূণ্য শূণ্য
কখনো হৃদয় পরিপূর্ণ
তুমি দেখাও মা দুঃখ আছে
সকল সুখের ও সঙ্গে এ
ও মা পতিত পাবনী গঙ্গে
পতিত পাবনী গঙ্গে
শান্তিদায়িনী গঙ্গে
ও মা পন্যবাহিনী গঙ্গে
গঙ্গে এ মা গঙ্গে
গঙ্গে এ মা গঙ্গে
গঙ্গে এ মা গঙ্গে
গঙ্গে এ মা গঙ্গে