menu-iconlogo
huatong
huatong
avatar

রেশমি চুড়ি | Reshmi Churi

Konahuatong
nanar4743huatong
Testi
Registrazioni
Lyrics: রেশমি চুড়ি

শিল্পীঃ কনা

কিনে দে কিনে দে রে তুই রেশমি চুড়ি

কিনে দে কিনে দে রে তুই রেশমি চুড়ি

নইলে করব তোর সাথে আড়ি

কিনে দে কিনে দে রে তুই রেশমি চুড়ি

নইলে করব তোর সাথে আড়ি

বলেছিলি তুই আমায় মেলায় ঘুরাবি

তবে ডাকনা রে ডাকনা রে গাড়ি

নইলে রে নইলে করবো তোর সাথে আড়ি

কিনে দে কিনে দে রে তুই রেশমি চুড়ি

নইলে করব তোর সাথে আড়ি

রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি…

রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি…

হায় রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি…

রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি…

সোনা দানা কিছুইতো চাই না

প্রেমে আজ মন মেলেছে পাখনা

ওহো হো সোনা দানা কিছুইতো চাই না

প্রেমে আজ মন মেলেছে পাখনা

বলেছিলি তুই আমায় শপিং করাবি

তবে করিস না করিস না দেরি

নইলে রে নইলে করবো তোর সাথে আড়ি

কিনে দে কিনে দে রে তুই রেশমি চুড়ি

নইলে করব তোর সাথে আড়ি

আরে আরে কিনে দেবো, সাজিয়ে দেবো

পরিয়ে দেবো তোকে রেশমি চুড়ি

ও ও নিয়ে যাবো শপিং করাতে

তোর কথা কি কখন ফেলতে পারি

আকাশ থেকে নেমেছে জোছনা

খুশিতে মন ঘরেতে থাকে না

ও ও আকাশ থেকে নেমেছে জোছনা

খুশিতে মন ঘরেতে থাকে না

বলেছিলি তুই আমায় ডিনার করাবি

তবে করিস না করিস না দেরি

নইলে রে নইলে করবো তোর সাথে আড়ি

কিনে দে কিনে দে রে তুই রেশমি চুড়ি

নইলে করব তোর সাথে আড়ি

কিনে দে কিনে দে রে তুই রেশমি চুড়ি

নইলে করব তোর সাথে আড়ি

রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি…

রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি…

হায় রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি…

রেশমি চুড়ি রেশমি চুড়ি রেশমি চুড়ি…

Altro da Kona

Guarda Tuttologo

Potrebbe piacerti