menu-iconlogo
huatong
huatong
avatar

Classroom 2 - Chapter 3 - Prithibi

Koushik Chakrabortyhuatong
🅼💟🅼Arijit_Chowdhuryhuatong
Testi
Registrazioni
--------------------

--------------------

ফাঁকা ক্লাসরুম শীতঘুম আর মিথ্যে বাহাদুরি

পাতার পর পাতা উল্টায়

তবু মন চায় লুকোচুরি।

একটা বিকেল নন্দন চত্বরে ভেজা চোখ দুটো

লাস্ট বেঞ্চ তবু আঁকড়ে ধরে

স্মৃতির খড়-কুটো..

--------------------

বোবা সেলফোনে তোমার ছবি

একঘেয়ে রিংটোন

আজ ভাবছি কখন তোমার আসবে টেলিফোন।

চারতলা সিঁড়ি ক্যান্টিন বারোমাস

ক্লাস পালানোর সুখ,

গুরুপদর চায়ের দোকান আর

ফেলে আশা কত মুখ..

কত লেখা গান, কত রাগ অভিমান

আনকোরা চিঠির ভিড়ে,

তুমি আসবে, ভালোবাসবে

ওই মিথ্যের মুখোশ ছিঁড়ে।

বন্ধু আমি দাঁড়িয়ে আছি,

আজও তোমার অপেক্ষায়,

চিঠি হাতে বলো আসবে এই ঠিকানায়।

একটা চিঠি নীলচে খামে,

গান লেখা শুধু তোমার নামে,

এই গান আমি শোনাবো তোমায়।

--------------------

এই ভাবে ঠিক বাড়লো বয়স

পাকলো মাথার চুল।

কাটলো সময় অঙ্ক কষে তবু

তবু মানুষ চিনতে হলো ভুল।

হেরে যাওয়া শুধু অভ্যেস করেছি

প্রতিদিন এ শহরে,

আসলে সবটাই ছিল মিথ্যে অভিনয়

আমি মানতে পারিনি জোর করে।

আমার ছিল না দেয়ার কিছু ছিল শুধু গান

আনকোরা চিঠি ভালোবাসার,

তোমার দামি-স্বামী সংসার

উপহার, হ্যাংওভার আর আমার পুরোনো গিটার।

বন্ধু আমি দাঁড়িয়ে আছি,

আজও তোমার অপেক্ষায়,

চিঠি হাতে বোলো আসবে এই ঠিকানায়।

একটা চিঠি নীলচে খামে,

গান লেখা শুধু তোমার নামে,

এই গান আমি শোনাবো তোমায়।

বন্ধু আমি দাঁড়িয়ে আছি,

আজও তোমার অপেক্ষায়,

চিঠি হাতে বোলো আসবে এই ঠিকানায়।

একটা চিঠি নীলচে খামে,

গান লেখা শুধু তোমার নামে,

এই গান আমি শোনাবো তোমায়।

বন্ধু আমি দাঁড়িয়ে আছি

কলেজের গেটে অপেক্ষায়,

চিঠি হাতে কত কথা লেখা তোমায়।

একটা চিঠি নীলচে খামে,

গান লেখা শুধু তোমার নামে,

এই গান আমি শোনাবো তোমায়।

Altro da Koushik Chakraborty

Guarda Tuttologo

Potrebbe piacerti