menu-iconlogo
huatong
huatong
avatar

Chatok Bache Kemone

Lalon Bandhuatong
🌠❣️MAINUL❣️🅕🅞🅛🅚❣️🌠huatong
Testi
Registrazioni
চাতক বাঁচে কেমনে

মেঘের বরিষণ বিনে..

তুমি হে নব জলধর..

চাতকিনী মইল এবার..

তুমি হে নব জলধর

চাতকিনী মইল এবার

ঐ নামের ফল সুফল এবার..

ঐ নামের ফল সুফল এবার

রেখ ভুবনে

মেঘের বরিষণ বিনে

চাতক বাঁচে কেমনে

মেঘের বরিষণ বিনে…

তুমি দাতা শিরোমণি..

আমি চাতক অভাগিনী..

তুমি দাতা শিরোমণি

আমি চাতক অভাগিনী

তোমা বিনে আর না জানি..

তোমাবিনে আর না জানি

রেখ চরণে

মেঘের বরিষণ বিনে

চাতক বাঁচে কেমনে

মেঘের বরিষণ বিনে...

চাতক মইলে যাবে জানা..

ঐ নামের গৌরব রবেনা..

চাতক মইলে যাবে জানা

ঐ নামের গৌরব রবেনা টান

জল দিয়ে কর সান্তনা..

জল দিয়ে কর সান্তনা

অবোধ লালনে

মেঘের বরিষণ বিনে

চাতক বাঁচে কেমনে

মেঘের বরিষণ বিনে

চাতক বাঁচে কেমনে

মেঘের বরিষণ বিনে

চাতক বাঁচে কেমনে

মেঘের বরিষণ বিনে

চাতক বাঁচে কেমনে

মেঘের.. বরিষণ.. বিনে..

Altro da Lalon Band

Guarda Tuttologo

Potrebbe piacerti