menu-iconlogo
huatong
huatong
avatar

Allah Bolo Monre Pakhi | আল্লাহ বলো মনরে

Lalon Geetihuatong
mjeddy1968huatong
Testi
Registrazioni
আল্লাহ বলো.. মন রে পাখী।

একবার মাওলা বলো.. মন রে পাখী..

ভবে কেউ কারো নয় দুঃখের দুখী

ভবে কেউ কারো, নয় দুঃখের দুখী

আল্লাহ বলো,

আল্লাহ বলো,

আল্লাহ বলো

আল্লাহ বলো.. মন রে পাখী

একবার মাওলা বলো.. মন রে পাখী..

সাঁইজীর অমৃত বাণী

কথা : লালন শাহ

শিল্পীঃ শফি মন্ডল

ভুলো না রে ভব ভ্রান্ত কাজে

আখেরে এসব কান্ড মিছে।

ভুলো না রে ভব ভ্রান্ত কাজে

আখেরে এসব কান্ড মিছে।

আসতে একা, যেতে একা..

আসতে একা, যেতে একা

এ ভব পিরিতের ফল আছে কি

আল্লাহ বলো

আল্লাহ বলো

আল্লাহ বলো.. মন রে পাখী

একবার, মাওলা বলো.. মন রে পাখী..

হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই

ঘরের বাহির করবেন সবাই

হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই

ঘরের বাহির করবেন সবাই

কে বা আপন,পর কে তখন

কেবা আপন,পর কে তখন

দেখে শুনে খেদে ঝরবে আঁখি

আল্লাহ বলো

আল্লাহ বলো

আল্লাহ বলো.. মন রে পাখী

একবার, মাওলা বলো.. মন রে পাখী..

গোরের কিনারে যখন লয়ে যায়

কাঁদিয়ে সবাই, পরান ত্যাজতে চায়

গোরের কিনারে যখন লয়ে যায়

কাঁদিয়ে সবাই.. পরান ত্যাজতে চায়

লালন বলে, কারো গোরে, কেউ না যায়

লালন বলে কারো, গোরে কেউ না যায়

থাকিতে মন হয় একাকি।

আল্লাহ বলো

আল্লাহ বলো

আল্লাহ বলো.. মন রে পাখী

একবার, মাওলা বলো.. মন রে পাখী..

ভবে কেউ কারো নয় দুঃখের দুখী

ভবে কেউ কারো, নয় দুঃখের দুখী

আল্লাহ বলো,

আল্লাহ বলো,

আল্লাহ বলো,

আল্লাহ বলো,

আল্লাহ, আল্লাহ

আল্লাহ বলো.. মন রে পাখী

একবার মাওলা বলো.. মন রে পাখী..

একবার আল্লাহ বলো.. মন রে পাখী

Altro da Lalon Geeti

Guarda Tuttologo

Potrebbe piacerti