menu-iconlogo
huatong
huatong
avatar

Jokhon Porbe Na Mor

Lopamudra Mitrahuatong
monigatonihuatong
Testi
Registrazioni
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

আমি বাইবো না

আমি বাইবো না মোর খেয়াতরী এই ঘাটে গো

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো

মিটিয়ে দেব লেনাদেনা

বন্ধ হবে আনাগোনা এই হাটে..

তখন আমায় নাইবা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

যখন জমবে ধূলা তানপুরাটার তারগুলায়

কাঁটালতা

কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়

আহা জমবে ধূলা তানপুরাটার তারগুলায়

ফুলের বাগান

ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের

শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়

তখন আমায় নাইবা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর

পায়ের চিহ্ন এই বাটে

তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,

কাটবে, দিন কাটবে,

কাটবে গো দিন আজও যেমন দিন কাটে

আহা এমনি করেই

বাজবে বাঁশি এই নাটে,

ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি

এমনি সে দিন উঠবে ভরি

চরবে গরু খেলবে রাখাল ওই মাঠে.

তখন আমায় নাইবা মনে রাখলে

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর

পায়ের চিহ্ন এই বাটে

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি

সকল খেলায়

সকল খেলায় করবে খেলা এই আমি

আহা কে বলে গো

সেই প্রভাতে নেই আমি

নতুন নামে ডাকবে মোরে, বাধবে

বাধবে নতুন বাহু ডোরে,

আসব যাব চিরদিনের সেই আমি.

তখন আমায় নাইবা মনে রাখলে,

তারার পানে চেয়ে চেয়ে

নাইবা আমায় ডাকলে

যখন পড়বে না মোর

পায়ের চিহ্ন এই বাটে

Altro da Lopamudra Mitra

Guarda Tuttologo

Potrebbe piacerti

Jokhon Porbe Na Mor di Lopamudra Mitra - Testi e Cover