menu-iconlogo
huatong
huatong
avatar

Age Jodi Jantam

Lucky Akhandhuatong
spirit19718huatong
Testi
Registrazioni
আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

ও মন রে…কিসের তরে রয়ে গেলি তুই

ও মন রে…কিসের তরে রয়ে গেলি তুই

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাবো

ভুলে আমি ঠিকই তো যেতাম

পোড়া মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে

পোড়া মনে তোরই কথা বারে বারে বেজে ওঠে

তাই তোকে আর ভোলা হলো না রে

এই জ্বালা আর প্রাণে সহে না রে

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

জানিনা কেনো যে আমায় একা ফেলে চলে গেলি

ভুলেও কি মনে পড়ে না

তোরই মতো কোনদিনও আমিও যে ভুলে যাবো

তোরই মতো কোনদিনও আমিও যে ভুলে যাবো

তবু এই জ্বালা প্রাণে সইবো না রে

এই জ্বালা আর প্রাণে সহে না

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

ও মন রে…কিসের তরে রয়ে গেলি তুই

ও মন রে…কিসের তরে রয়ে গেলি তুই

আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম

এই জ্বালা আর প্রাণে সহে না

এই জ্বালা আর প্রাণে সহে না

Altro da Lucky Akhand

Guarda Tuttologo

Potrebbe piacerti

Age Jodi Jantam di Lucky Akhand - Testi e Cover