Another Presentation by RIO
Singer: Lutfor Hasan
________প্রস্তুতি________
আমাকে রাখবে মনে আমি এমন কেউ না,
আমাতে ভাসবে তুমি আমি এমন ঢেউ না।
আমাকে রাখবে মনে আমি এমন কেউ না,
আমাতে ভাসবে তুমি আমি এমন ঢেউ না।
আমি এক বিরান বালুচর
আমি তোমার সাত জনমের পর।
আমি এক বিরান বালুচর
আমি তোমার সাত জনমের পর।
________বিরতি________
________প্রস্তুতি________
আমি এক বিষণ্ণ পাহাড়
তুমি তার ঝর্ণা স্বচ্ছ জল,
আমি বিপুল অন্ধকার
তুমি যেন জোছনা অবিকল।
আমি এক বিষণ্ণ পাহাড়
তুমি তার ঝর্ণা স্বচ্ছ জল,
আমি বিপুল অন্ধকার
তুমি যেন জোছনা অবিকল।
আমাকে রাখবে মনে আমি এমন কেউ না,
আমাতে ভাসবে তুমি আমি এমন ঢেউ না।
________বিরতি________
________প্রস্তুতি________
আমি তো মন খারাপের রাত
তুমি তো ঝলমলে এক দিন,
আমি সেই ভাঙ্গাচোরা হাত
তুমি সেই চুড়ি রিনিঝিন ।
আমি তো মন খারাপের রাত
তুমি তো ঝলমলে এক দিন,
আমি সেই ভাঙ্গাচোরা হাত
তুমি সেই চুড়ি রিনিঝিন ।
আমাকে রাখবে মনে আমি এমন কেউ না,
আমাতে ভাসবে তুমি আমি এমন ঢেউ না।
আমাকে রাখবে মনে আমি এমন কেউ না,
আমাতে ভাসবে তুমি আমি এমন ঢেউ না।
আমি এক বিরান বালুচর
আমি তোমার সাত জনমের পর।
আমি এক বিরান বালুচর
আমি তোমার সাত জনমের পর।
আমাকে রাখবে মনে আমি এমন কেউ না,
আমাতে ভাসবে তুমি আমি এমন ঢেউ না।
আমাকে রাখবে মনে আমি এমন কেউ না,
আমাতে ভাসবে তুমি আমি এমন ঢেউ না।
Thanks on behalf of RIO