menu-iconlogo
logo

Chumu

logo
Testi
মেঘ কণা কালো সাদা

মেঘ কণা আনমনা,

মেঘমালা ছুঁতে গিয়ে তোমায় চুমু দেব।

ভালো লাগা বুকে তুলে নেবো

ভালো লাগা বুকে তুলে নেবো।

পথহারা পাখিরও মিছিলে

তোমার সাথে হারাবো,

ঢেঊ ভরা নদীরও শিয়রে বৃষ্টির বাড়ি বানাবো।

ভালো লাগা বুকে তুলে নেবো

ভালো লাগা বুকে তুলে নেবো।

খুন গড়া পৃথিবী ছাড়িয়ে

গোধুলী হোক অজানা,

অভিমানী মেঘলা মানবী তুমি আমার ঠিকানা ।

ভালো লাগা বুকে তুলে নেবো

ভালো লাগা বুকে তুলে নেবো।

মেঘ কণা কালো সাদা

মেঘ কণা আনমনা,

মেঘমালা ছুতে গিয়ে তোমায় চুমু দেবো।

ভালো লাগা বুকে তুলে নেবো

ভালো লাগা বুকে তুলে নেবো।

Chumu di Lutfor Hasan - Testi e Cover