তা বলে কি প্রেম দেবে না..
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে..
যদি জগাই মাধাই না থাকতো
তবে নিমাই কে কি চিনতো লোকে
তা বলে কি প্রেম দেবে না..
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে..
<===H.PUTUL_WE===>
ওরা নেইতো আছে বলা
সোম রসেতে ভিজিয়ে গলা..
ওরা নেইতো আছে বলা
সোম রসেতে ভিজিয়ে গলা..
ছুটকো আগুন দ্বিগুন হয়ে
মহাদেবের ঠিক চোখে
তবে কেনো মাতাল হলে
কথা ওঠে মর্তলোকে
যদি জগাই মাধাই
ঠিক বলিনি
যদি জগাই মাধাই না থাকতো
তবে নিমাই কে কি চিনতো লোকে
তা বলে কি প্রেম দেবে না..
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে..
<===Hamid_WE===>
নানান জ্বালায় জ্বলে মরি
তাইতো একটু নেশা করি
নানান জ্বালায় জ্বলে মরি
তাইতো একটু নেশা করি
এমন দোসর কে আছে আর
মানুষেরই দুঃখশোকে
নেশার ঘোরে কি বলতে কি
বলে ফেলি একে ওকে
যদি জগাই মাধাই
( কিছু মনে করে না )
যদি জগাই মাধাই না থাকতো
তবে নিমাই কে কি চিনতো লোকে
তা বলে কি প্রেম দেবে না..
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে..
তা বলে কি প্রেম দেবে না..
যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে.
*** ধন্যবাদ **