menu-iconlogo
huatong
huatong
avatar

Tor Mon Paray

mahdi sultanhuatong
Singer_Shimulhuatong
Testi
Registrazioni
তোর মন পাড়ায়, থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখবো, আর রাখবো ইশারায়

তুই চাইলে বল, আমার সঙ্গে চল

ঐ উদাস পুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়

অভিমানি মন আমার, চায় তোকে বারেবার

অভিমানি মন আমার, চায় তোকে বারেবার

তাই বলি আয়রে ছুটে আয়

তোর মন পাড়ায়, থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখবো, আর রাখবো ইশারায়

তুই চাইলে বল, আমার সঙ্গে চল

ঐ উদাস পুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়

------Singer_Shimul-----

তোর হৃদয় আঙিনায়, থাকতে আমি চাই

তুই ছাড়া বাচার নেই রে উপায়

কি ভাবে ওরে, তোকে ছেড়ে

একাকি আমি জীবন কাটাই

অভিমানি মন আমার, চায় তোকে বারেবার

অভিমানি মন আমার, চায় তোকে বারেবার

তাই বলি আয়রে ছুটে আয়

তোর মন পাড়ায়, থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখবো, আর রাখবো ইশারায়

তুই চাইলে বল, আমার সঙ্গে চল

ঐ উদাস পুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়

------Singer_Shimul-----

শুধু তোকে ঘিরে, শত স্বপ্নের ভিড়ে

এখন আমার বসবাস

তুই এলে জীবনে, পাবো বাঁচার মানে

পাবো সুখেরই আভাস

অভিমানি মন আমার, চায় তোকে বারেবার

অভিমানি মন আমার, চায় তোকে বারেবার

তাই বলি আয়রে ছুটে আয়

ঐ উদাস পুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়

তোর মন পাড়ায়, থাকতে দে আমায়

আমি চুপটি করে দেখবো, আর রাখবো ইশারায়

তুই চাইলে বল, আমার সঙ্গে চল

ঐ উদাস পুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনায়

Altro da mahdi sultan

Guarda Tuttologo

Potrebbe piacerti