স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বা পাশে...
আমার দুঃখ বাড়ে যেকোনো ঋতুর
পাল্টে যাওয়া বাতাসে...
আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি
তোমার লেখা যত চিঠি আসে
জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি
তোমার নামে তবু আলো আসে
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বা পাশে...
আ.......
follow me
অল্প আলোর শহর কত মন ভেঙে যায়
জেগে উঠে অভিমান চিত্রকল্প ভরা কবিতায়
আরো ব্যথা পেতে বাকি আছে
কিছু ঘটনা বুঝি তাই চোখে ভাসে
আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি
তোমার লেখা যত চিঠি আসে
জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি
তোমার নামে তবু আলো আসে
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বা পাশে...
হুমম...
ব্যর্থ প্রেমের মানুষ কত দূর যাবে আর
চারিদিকে প্রিয় মুখ হয়ে আছে যেন কাঁটাতার
যারে ছুঁয়ে গেলে ভালো লাগে
তারে দেখি না কেন যে বার মাসে
আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি
তোমার লেখা যত চিঠি আসে
জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি
তোমার নামে তবু আলো আসে
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই
বুকের বা পাশে...
আমার দুঃখ বাড়ে যেকোনো ঋতুর
পাল্টে যাওয়া বাতাসে...