menu-iconlogo
huatong
huatong
avatar

Buker Ba Pashe

Mahtim Shakibhuatong
msheikh1945huatong
Testi
Registrazioni
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই

বুকের বা পাশে...

আমার দুঃখ বাড়ে যেকোনো ঋতুর

পাল্টে যাওয়া বাতাসে...

আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি

তোমার লেখা যত চিঠি আসে

জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি

তোমার নামে তবু আলো আসে

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই

বুকের বা পাশে...

আ.......

follow me

অল্প আলোর শহর কত মন ভেঙে যায়

জেগে উঠে অভিমান চিত্রকল্প ভরা কবিতায়

আরো ব্যথা পেতে বাকি আছে

কিছু ঘটনা বুঝি তাই চোখে ভাসে

আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি

তোমার লেখা যত চিঠি আসে

জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি

তোমার নামে তবু আলো আসে

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই

বুকের বা পাশে...

হুমম...

ব্যর্থ প্রেমের মানুষ কত দূর যাবে আর

চারিদিকে প্রিয় মুখ হয়ে আছে যেন কাঁটাতার

যারে ছুঁয়ে গেলে ভালো লাগে

তারে দেখি না কেন যে বার মাসে

আলতো গায়ে মাখি যতনে তুলে রাখি

তোমার লেখা যত চিঠি আসে

জানলা খুলে রাখি আসলে সবই ফাঁকি

তোমার নামে তবু আলো আসে

স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই

বুকের বা পাশে...

আমার দুঃখ বাড়ে যেকোনো ঋতুর

পাল্টে যাওয়া বাতাসে...

Altro da Mahtim Shakib

Guarda Tuttologo

Potrebbe piacerti