আসমানে যাইও নারে বন্ধু,,,
ধরতে পারবো না- তোমায়,
পাতালে যাইও নারে বন্ধু,
ছুইতে পারবো না- তোমায়।
আসমানে যাইও নারে বন্ধু,
ধরতে পারবো না- তোমায়
পাতালে যাইও নারে বন্ধু,
ছুইতে পারবো না- তোমায়।
বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও।
---মিউজিক---
আপলোড বাই
মাইনুল ইসলাম মামুন
স্টারমেকার বাউল সংগঠন
---মিউজিক---
ও বন্ধু রে---এ---এ---এ---
সতী নারীর পতি যেমন, পর্বতেরই--চূড়া,
অসৎ নারীর গতি তেমন,
ভাঙ্গা নায়ের গোড়া---
---মিউজিক---
ও বন্ধু রে---এ---এ--এ---
সতী নারীর পতি যেমন, পর্বতেরই--চূড়া,
অসৎ নারীর গতি তেমন,
ভাঙ্গা নায়ের গোড়া--
তুমি নায়ের গলই হইও রে বন্ধু,
নায়ের গলই-- হইও,
অন্তরে অন্তর মিশাইয়া,
পিরীতের গান গাইও।
তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও।
---মিউজিক---
আপলোড বাই
মাইনুল ইসলাম মামুন
স্টারমেকার বাউল সংগঠন
---মিউজিক---
ও বন্ধু রে---এ---এ---এ---
না করিয়া পাগল হাসান,
কূল কলঙ্কের ভয়,
প্রেম তরণী ভাসাইলাম,
নামে দয়াময়।
---মিউজিক---
ও বন্ধু রে---এ---এ---এ---
না করিয়া পাগল হাসান
কূল কলঙ্কের ভয়,
প্রেম তরণী ভাসাইলাম,
নামে দয়াময়।
তুমি দয়াময়ী হইও রে বন্ধু,
দয়াময়ী হইও,
অন্তরে অন্তর মিশাইয়া,
পিরীতের গান গাইও।
তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও।
আসমানে যাইও নারে বন্ধু,,,
ধরতে পারবো না- তোমায়,
পাতালে যাইও নারে বন্ধু,
ছুইতে পারবো না- তোমায়।
আসমানে যাইও নারে বন্ধু,
ধরতে পারবো না- তোমায়
পাতালে যাইও নারে বন্ধু,
ছুইতে পারবো না-
তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও
তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও।
তুমি বুকের ভিতর-রইও রে বন্ধু
বুকের ভিতর- রইও,
অন্তরে অন্তর মিশাইয়া
পিরীতের গান গাইও।
---ধন্যবাদ সবাইকে---