পদ্মা নদীর মাঝি - বিপ্লব
এ্যালবাম - ধোঁয়া
রিলিজ - ২০০২ সালে
🎸🎸🎸🎸🎸🎸🎸
উথাল পাথাল ঢেউয়ে নদী টানটান
ভরা গাঙ্গের জলে ধেয়ে আসে বান
উজান স্রোতের টানে ভাসে সাম্পান
হইতো এখনি উঠবে তুফান
ঢেউয়ের দোলায় নাচে যৌবন
নাচে স্বপ্ন আর নাচে ভেজা মন
দুঃখের চরে বেঁচে থাকা একাকী
জীবনের সাথে ওরা লড়ছে বাজী
পদ্মা নদীর মাঝি,,,,
ওরা পদ্মা নদীর মাঝি,,,,
পদ্মা নদীর মাঝি,,,,
ওরা পদ্মা নদীর মাঝি,,,,
🎸🎸🎸🎸🎸🎸🎸
Follow me now ...
🎸🎸🎸🎸🎸🎸🎸
রোদ পোড়া দুপুরে বৃষ্টি বরষায়
সময় বয়ে যায় চাপা ভরসায়
রোদ পোড়া দুপুরে বৃষ্টি বরষায়
সময় বয়ে যায় চাপা ভরসায়
ঢেউয়ের দোলায় নাচে যৌবন
নাচে স্বপ্ন আর নাচে ভেজা মন
দুঃখের চরে বেঁচে থাকা একাকী
জীবনের সাথে ওরা লড়ছে বাজী
পদ্মা নদীর মাঝি,,,,
ওরা পদ্মা নদীর মাঝি,,,,
পদ্মা নদীর মাঝি,,,,
ওরা পদ্মা নদীর মাঝি,,,,
🎸🎸🎸🎸🎸🎸🎸
সুখ ভোলা জীবনে স্বপ্ন ভেঙ্গে যায়
ব্যথার লোনা জল নদী হয়ে যায়
সুখ ভোলা জীবনে স্বপ্ন ভেঙ্গে যায়
ব্যথার লোনা জল নদী হয়ে যায়
ঢেউয়ের দোলায় নাচে যৌবন
নাচে স্বপ্ন আর নাচে ভেজা মন
দুঃখের চরে বেঁচে থাকা একাকী
জীবনের সাথে ওরা লড়ছে বাজী
পদ্মা নদীর মাঝি,,,,
ওরা পদ্মা নদীর মাঝি,,,,
পদ্মা নদীর মাঝি,,,,
ওরা পদ্মা নদীর মাঝি,,,,
উথাল পাথাল ঢেউয়ে নদী টানটান
ভরা গাঙ্গের জলে ধেয়ে আসে বান
উজান স্রোতের টানে ভাসে সাম্পান
হইতো এখনি উঠবে তুফান
ঢেউয়ের দোলায় নাচে যৌবন
নাচে স্বপ্ন আর নাচে ভেজা মন
দুঃখের চরে বেঁচে থাকা একাকী
জীবনের সাথে ওরা লড়ছে বাজী
পদ্মা নদীর মাঝি,,,,
ওরা পদ্মা নদীর মাঝি,,,,
পদ্মা নদীর মাঝি,,,,
ওরা পদ্মা নদীর মাঝি,,,,