menu-iconlogo
huatong
huatong
avatar

Ore O Kishori

MD.Anisulhuatong
༺᪣.🅐🅝🅘🅢🅤🅛᪣༻🇧🇩☞🅢🅢🅐☜♡huatong
Testi
Registrazioni
ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী...।

ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী

একলা আইসো নদীর, কিনারায় কিনারায়

দেখবো তোমায়, চাঁদের জোছনায়

ও কিশোরী, দেখবো তোমায় চাঁদের জোছনায়

ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী

একলা আইসো নদীর, কিনারায় কিনারায়

দেখবো তোমায়, চাঁদের জোছনায়

ও কিশোরী, দেখবো তোমায় চাঁদের জোছনায়

সপ্তসুর সঙ্গীত একাডেমী

নদীর পানি চেয়ে থাকে- তোমার ছায়া দেখে

নয়ন আমার অন্ধ হলো- রুপোর আলো মেখে.।

নদীর পানি চেয়ে থাকে- তোমার ছায়া দেখে

নয়ন আমার অন্ধ হলো- রুপের আলো মেখে

মনের মাঝে প্রেমের নদী-

মনের মাঝে প্রেমের নদী-

উচ্ছলায় উচ্ছলায়-

দেখবো তোমায়, চাঁদের জোছনায়-

ও কিশোরী,দেখবো তোমায়- চাঁদের জোছনায়.।

সপ্তসুর সঙ্গীত একাডেমী

নিজুম রাতে চাঁদের আলো, ভিশন ভালো লাগে

তোমায় পেতে ইচ্ছে করে, প্রেমের অনুরাগে..।

নিজুম রাতে চাঁদের আলো, ভিশন ভালো লাগে

তোমায় পেতে ইচ্ছে করে, প্রেমের অনুরাগে

অভিশারে মিলবো সুখের-

অভিশারে মিলবো সুখের-

মোহনায় মোহনায়

দেখবো তোমায় চাঁদের জোছনায়-

ও কিশোরী- দেখবো তোমায় চাঁদের জোছনায়..।

ওরে ও কিশোরী, বাজাবো বাঁশরী

একলা আইসো নদীর কিনারায় কিনারায়

দেখবো তোমায় চাঁদের জোছনায়

ও কিশোরী, দেখবো তোমায় চাঁদের জোছনায়।

ওরে ও কিশোরী বাজাবো বাঁশরী

একলা আইসো নদীর- কিনারায় কিনারায়

দেখবো তোমায়, চাঁদের জোছনায়

ও কিশোরী, দেখবো তোমায়, চাঁদের জোছনায়

ও কিশোরী, দেখবো তোমায়, চাঁদের জোছনায়

ও কিশোরী, দেখবো তোমায়, চাঁদের জোছনায়

Altro da MD.Anisul

Guarda Tuttologo

Potrebbe piacerti