menu-iconlogo
huatong
huatong
avatar

Rongdhonu valo lage-রংধনু ভাল লাগে

MeGh95_/Nishita Boruahuatong
zekethedoghuatong
Testi
Registrazioni
1.রংধনু ভাল লাগে

নীল আকাশ ভালো লাগে

ভাল লাগে মেঘে ঢেকে চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে

জেগে থাকা সেই রাত

2.রংধনু ভাল লাগে

নীল আকাশ ভালো লাগে

ভাল লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে

জেগে থাকা সেই রাত

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

1.বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

ও ও ...রংধনু ভাল লাগে

নীল আকাশ ভালো লাগে

ভাল লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে

জেগে থাকা সেই রাত।

2.ভাল লাগে শিশির ঝরা

ভিজে যাওয়া কিছু ঘাস ফুল

ভাল লাগে এক চিলতে রোদ

অকারনে করে ভুল

1.ভালো লাগে শিশির ঝরা

ভিজে যাওয়া কিছু ঘাস ফুল

ভাল লাগে এক চিলতে রোদ

অকারনে করে ভুল

ও বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

1+2.বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে।।

1.ভালো লাগে দখিন হাওয়া

চোখ বুজে কিছুক্ষণ

ভালো লাগে স্বপ্নগুলো

অকারনে করে ভুল।

2.ভালো লাগে দখিন হাওয়া

চোখ বুজে কিছুক্ষণ

ভালো লাগে স্বপ্নগুলো

যাকে ঘিরে মন।

ও বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

1.বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

ও ও... রংধনু ভাল লাগে

নীল আকাশ ভালো লাগে

ভাল লাগে মেঘে ঢাকা চাঁদ

তার চেয়েও ভাল লাগে

তাঁরার উঠোনেতে

জেগে থাকা সেই রাত

1+2বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে

বন্ধু তোমায় মনে পড়ে হো ও ও ও.......

..Thank you..

Altro da MeGh95_/Nishita Borua

Guarda Tuttologo

Potrebbe piacerti