menu-iconlogo
huatong
huatong
avatar

Abar Dekha Hole

Mesbah Ahmedhuatong
ッtrackmaster༻꧂huatong
Testi
Registrazioni
Abar Dekha Holey

Mesbah Ahmed

আবার দেখা হলে,

পুরোনো গান, পুরোনো কবিতা,

ফিরিয়ে দেবো।

আবার দেখা হলে,

পুরোনো গান, পুরোনো কবিতা,

ফিরিয়ে দেবো।

শুধু পুরোনো চিঠি চেয়ো না,

ভিজে গেছে সব চোখের জলে।

আবার দেখা হলে,

আবার দেখা হলে।

আবার যদি দেখা হয়,

কোন অচেনা হবার অভিনয়,

আবার যদি দেখা হয়,

কোন অচেনা হবার অভিনয়।

ভুল হলে ভুল বোঝনা,

পুরোনো চোখে তাকালে।

আবার দেখা হলে,

আবার দেখা হলে।

হালকা আলোয় ভেজা ঘর,

বিভোর ভাবনার নেশায়,

হালকা আলোয় ভেজা ঘর,

বিভোর ভাবনায় নেশায়।

সে সময় গেছে হারিয়ে,

সময়ের অঝড় নীলে।

আবার দেখা হলে,

পুরোনে গান, পুরোনো কবিতা,

ফিরিয়ে দেবো।

শুধু পুরোনো চিঠি চেয়ো না,

ভিজে গেছে সব চোখের জলে।

আবার দেখা হলে,

আবার দেখা হলে,

আবার দেখা হলে,

আবার দেখা হলে।

Altro da Mesbah Ahmed

Guarda Tuttologo

Potrebbe piacerti